নুরুন্নবী চৌধুরী হাছিব

এ তথ্য সমূহ ও ফেইসবুক পেইজে তা পরিবেশনের জন্য ধন্যবাদ।
এতে নতুনেরা উৎসাহ পাবে বলে মনে করি।

ধন্যবাদ
মোহাম্মদ ছরোয়ার আলম মিডু

WikiUser: sufidisciple



On Thursday, December 11, 2014 4:28 AM, Nurunnaby Hasive <nhasive@wikimedia.org.bd> wrote:


প্রিয় সবাই,

শুভেচ্ছা..আপনারা ইতিমধ্যে জেনেছেন আমরা বাংলা উইকিপিডিয়ার দশম প্রতিষ্ঠবার্ষিকী উদযাপন নিয়ে পরিকল্পনা করেছি এবং সারা দেশে এ উপলক্ষ্যে বিশেষ আয়োজনের পরিকল্পনা নেয়া হয়েছে।  সে অনুযায়ী ইতিমধ্যে চট্টগ্রাম, সিলেট এবং বরিশালে "বাংলা উইকিপিডিয়া সম্পাদক সমাবেশ" শীর্ষক আয়োজন অনুষ্ঠিত হয়েছে।  প্রতিটি বিভাগে বিশ্ববিদ্যালয়/কলেজে এ আয়োজন করছি। হাতে কলমে এ আয়োজন করতে চাই বিধায় আমরা সরাসরি ল্যাবে এ আয়োজনগুলো করছি। 

ইতিমধ্যে অনুষ্ঠিত আয়োজনগুলোতে উইকিমিডিয়া বাংলাদেশের সভাপতি মুনির হাসান, বাংলা উইকিপিডিয়ার প্রশাসক ও অপারেশনস কমিটির পরিচালক (আউটরিচ) নাহিদ সুলতান, সক্রিয় সম্পাদক ও অপারেশনস কমিটির পরিচালক (আউটরিচ) মহীন রিয়াদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস দূত জাহিদ হোসাইন খান (আশা)সহ নতুন কয়েকজন গিয়েছেন। রাজশাহী এবং খুলনায় উইকিমিডিয়া বাংলাদেশের কোষাধ্যক্ষ ও অপারেশনস কমিটির (ফাইন্যান্স) পরিচালক আলী হায়দার খান তন্ময়, সদস্য ও অপারেশনস কমিটির পরিচালক (আউটরিচ) তানভীর মোর্শেদ অংশ নেবেন। এছাড়া রংপুরে আমি এবং বাংলা উইকিপিডিয়ার প্রশাসক ও অপারেশনস কমিটির পরিচালক (পাবলিকেশন্স ও টেকনিক্যাল) নাসির খান সৈকত অংশ নেবেন।

তৃতীয় আয়োজন হবে: ১৩ ডিসেম্বর ২০১৪, রাজশাহী বিশ্ববিদ্যালয়
চতুর্থ আয়োজন হবে: ১৫ ডিসেম্বর ২০১৪, খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়


পরবর্তীতে রংপুর অঞ্চলে এ আয়োজন অনুষ্ঠিত হবে। এর পাশাপাশি ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও একই আয়োজন অনুষ্ঠিত হবে। ঢাকায় একাধিক বিশ্ববিদ্যালয়ে এ আয়োজন করার ইচ্ছে আছে আমাদের। এরই অংশ হিসেবে আগামীকাল ১২ টায় ওয়ার্ল্ড ইউনিভার্সিটিতে (মূল ক্যাম্পাস, ল্যাব এইডের পাশে) একটি 'বাংলা উইকিপিডিয়া কর্মশালা' অনুষ্ঠিত হবে। এতে আমি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইকিপিডিয়া ক্যাম্পাস দূত জাহিদ হোসাইন খান আশা উপস্থিত থাকবো। আগ্রহী কেউ চাইলে চলে আসতে পারেন। 

আয়োজনগুলোর বিস্তারিত উইকিমিডিয়া বাংলাদেশের ফেসবুক পেজ (www.facebook.com/WikimediaBD) এবং বাংলা উইকিপিডিয়ার ফেসবুক পেজ (www.facebook.com/bnwikipedia) শেয়ার করা হচ্ছে। 

ধন্যবাদ সবাইকে। 

--
Nurunnaby Chowdhury Hasive :: নুরুন্নবী চৌধুরী হাছিব

_______________________________________________
Wikipedia-BN mailing list
Wikipedia-BN@lists.wikimedia.org
https://lists.wikimedia.org/mailman/listinfo/wikipedia-bn