উইকিমিডিয়া বাংলাদেশ কর্তৃক আগামী শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০১১ তারিখ বিকাল ৩:০০টার সময় ১১তম ঢাকা উইকিমিটআপ [১] আয়োজন করা হয়েছে। এই মিটআপ সকলের জন্য উন্মুক্ত। সবাইকে সাদর আমন্ত্রণ। মিটআপ সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে এ সংক্রান্ত উইকিপিডিয়া পাতা [১] এবং ফেসবুকের ইভেন্ট পাতাটি [২] দেখুন।

সবার জন্য মিটআপের বিস্তারিত নিচে উল্লেখ করা হলো:

উইকিমিটআপ ঢাকা ১১
শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০১১; বিকাল ৩:০০টা
স্থান: ২৭৮/৩, এলিফ্যান্ট রোড (৩য় তলা)
কাটাবন, ঢাকা ১২০৫।

মিটআপে যে বিষয়গুলোর প্রতি আলোকপাত করা হবে তার মধ্যে রয়েছে:

১. উইকিমিডিয়া বাংলাদেশের প্রতিষ্ঠার আনুষ্ঠানিক ঘোষণা ও পরিচিতি প্রদান
২. উইকিমিডিয়া বাংলাদেশে আগামী ১ বছরের কর্মকাণ্ড সম্পর্কে কিছুটা ধারণা প্রদান করা হবে
৩. নতুনদের উইকিপিডিয়া সম্পর্কে ধারণা দেওয়া।

উক্ত মিটআপে সবাইকে আবারও যোগদানের আমন্ত্রণ জানাই। ভালো থাকুন।

তানভির
সাধারণ সম্পাদক
উইকিমিডিয়া বাংলাদেশ