শুভ জন্মদিন ‘বাংলা উইকিপিডিয়া’ [১]!
২০০৪ সালের ২৭ জানুয়ারি যাত্রা শুরু হয় ইন্টারনেটের উন্মুক্ত বিশ্বকোষ বাংলা উইকিপিডিয়ার যাত্রা। তারপর থেকেই স্বেচ্ছাসেবী ভিত্তিতে বাংলায় একটি তথ্যসমৃদ্ধ তথ্যভান্ডার তৈরির কাজটি করে যাচ্ছেন উইকিপিডিয়ানরা। দেখতে দেখতে ১২ বছর পূর্ণ করে ১৩ বছরে যাত্রা শুরু করেছে বাংলা উইকিপিডিয়া।
জন্মদিনের এ ক্ষণে বাংলা উইকিপিডিয়া সংশ্লিষ্ট সবাইকে জানাই শুভেচ্ছা। সবার অংশগ্রহণে এগিয়ে যাবে বাংলা উইকিপিডিয়ার যাত্রা।
‘আমি বাংলার গান গাই, আমি বাংলার গান গাই..আমি আমার আমিকে চিরদিন এ বাংলায় খুঁজে পাই।’
-হাছিব
--
Nurunnaby Chowdhury (Hasive) :: নুরুন্নবী চৌধুরী (হাছিব)