সুধী,
এই বিষয়ে একটি নীতিমালা নাহিদ ও আমি মিলে কাল পরশুর মধ্যে বানিয়ে নেব। নাহিদকে এই অসাধারণ উদ্যোগ গ্রহণের জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।
ভ্যালিউড ইমেজের কথা সত্যি ভুলে গেছিলাম, খুবই দুঃখিত। হ্যা, ঠিক, ওখানেও সকলে অংশ নিন। লিঙ্ক নাহিদ আগের মেইলে দিয়ে দিয়েছেন। আর হ্যা, আরেকটা কথা বলতে একদম ভুলে গেছি, দুই দেশের সকলকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাই।
ধন্যবাদান্তে
বোধিসত্ত্ব