সুধী,
বাংলা উইকিপিডিয়ায় আমরা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্তে এসেছিলাম যে, প্রধান পাতার ''আজকের নির্বাচিত চিত্র'' অংশে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের চিত্রগুলিকে স্থান দেওয়া হবে। সেই অনুযায়ী নাহিদ উইকিমিডিয়া কমন্স থেকে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের নির্বাচিত চিত্র ও ভালো গুণমানের চিত্র বাছাই করে চলেছেন।
পশ্চিমবঙ্গের ফটোগ্রাফার উইকিমিডিয়ানদের প্রতি এই মর্মে আমাদের অনুরোধ, আপনাদের তোলা পশ্চিমবঙ্গের চিত্রগুলিকে উইকিমিডিয়া কমন্সে নির্বাচিত চিত্র ও ভালো গুণমানের চিত্রের বাছাইপর্বের অংশ হিসেবে জমা দিন, যাতে বাংলা উইকিপিডিয়ায় ''আজকের নির্বাচিত চিত্র'' অংশে সেগুলিকে আমরা স্থান দিতে পারি।
নির্বাচিত চিত্র হিসেবে জমা দিতে