ইংরেজি উইকিপিডিয়াতে দেখি শুধু প্রধান পাতা (Home Page) ব্ল্যাকআউট হয়েছে। সব কন্টেন্ট পড়া যাচ্ছে।

আমার জন্য তো পুরোটাই ব্ল্যাকআউট লাগছে। পাতা লোডের শেষে একটি কালো ব্যানার এসে পুরোটা ঢেকে দিচ্ছে। পেজ লোডে কোনো সমস্যা হলে পরে ব্যানারটি নাও আসতে পারে, তবে ব্ল্যাকউট পুরো ইংরেজি উইপিডিয়াতেই হয়েছে।

তানভির