রাজশাহী বিভাগের পুঠিয়া উপজেলায় কয়েকটি উল্লেখযোগ্য পুরনো হিন্দু মন্দির আছে। রাজশাহী শহরের ২৩ কিলোমিটার পূর্বে অবস্থিত এখানে বাংলাদেশের সবচেয়ে বেশী সংখ্যক ঐতিহাসিক মন্দির রয়েছে।
আজকে ৮ জনের একটা টিম নিয়ে এসব মন্দির সহ বেশ কিছু ধ্বংসপ্রাপ্ত এবং ধ্বংসের পথে আছে এরকম মঠের ছবি তুলতে গেছিলাম। আমরা সকাল ৬:১৫ নিটে রাজশাহী থেকে রওয়ানা দিয়ে দুপুর ১২:৩০ পর্যন্ত ছবি তুলেছি।
ফরিদ আখতার পরাগ ভাই এর সমন্বয়ে নতুন কিছু ফটোগ্রাফারদের সাথে উইকিপিডিয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আর বিস্তারিত কথা হয়েছে উইকিমিডিয়া কমন্স এর লাইসেন্স এর ব্যাপারে। আশা করছি এখানকার অনেক ছবির ভীড়ে বেশ কিছু কোয়ালিটি ছবি পাবো প্রফেশনালদের ক্যামেরা থেকে।