প্রিয় সবাই,

প্রতি বছরের মত এবারও ১লা মে থেকে শুরু হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশের প্রাকৃতিক সংরক্ষিত অঞ্চলসমূহ নিয়ে উইকিপিডিয়ার ছবি প্রতিযোগিতা “উইকি লাভস আর্থ”। বাংলাদেশ থেকে আমরা এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় দ্বিতীয়বারের মত অংশ নিচ্ছি। ২০১৭ সালে আমরা প্রথমবারের মত অংশ নিয়েই লাউয়াছড়া জাতীয় উদ্যানের পল্লব কবিরের তোলা একটি ছবি ৩৬টি দেশের ১ লক্ষ ৩১ হাজার ছবির সাথে প্রতিযোগিতা করে ১১তম স্থান দখল করেছিলো। আশা করছি এবার আরও ভালো কিছু হবে।

প্রতিযোগিতাটি ১লা মে থেকে শুরু হয়ে চলবে ৩১শে মে পর্যন্ত। বাংলাদেশের কোন কোন স্থানের ছবি দেওয়া যাবে এবং প্রতিযোগিতায় অংশগ্রহণনের জন্য বিস্তারিত পাবেন এখানে: http://wikiloves.org/earth


এছাড়া গত বছর আন্তর্জাতিকভাবে বিজয়ী ও স্থানীয়ভাবে বিজয়ী ছবিসমূহ দেখতে পারেন এই লিংকে: https://commons.wikimedia.org/wiki/Commons:Wiki_Loves_Earth_2017/Winners


ধন্যবাদ।

Nahid Sultan

User:NahidSultan on all Wikimedia Foundation's public wikis

Secretary, Wikimedia Bangladesh

Twitter: @nahidunlimited