প্রিয় উইকিমিডিয়ানবৃন্দ,

আশা করি সকলেই ভালো আছেন। আপনারা অনেকেই হয়তো ইতোমধ্যে অবগত আছেন যে, উইকিমিডিয়া আন্দোলন সনদ খসড়া প্রণয়ন কমিটি (MCDC) বর্তমানে আন্দোলন সনদের খসড়া অধ্যায় সম্পর্কে বিভিন্ন উইকিমিডিয়া সম্প্রদায়ের মতামত সংগ্রহ করছে। তারই অংশ হিসেবে আমরা নিশ্চিত করতে চাই যে বাংলা উইকিমিডিয়ানদের সম্প্রদায়ও এই প্রক্রিয়ার সাথে সম্পূর্ণভাবে জড়িত হয়ে সুচিন্তিত প্রতিক্রিয়া প্রদান করতে পারে। এই লক্ষ্যে আগামী ২১ অক্টোবর বাংলাদেশ সময় রাত ৮:০০ টায় (ভারতীয় সময় ৭:৩০) আমরা একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে।


উইকিমিডিয়া আন্দোলন সনদ তথা মুভমেন্ট চার্টারের সাথে নিজেকে পরিচিত করতে এবং প্রতিক্রিয়া, মন্তব্য ও অভিমত প্রদানের মাধ্যমে সনদ কমিটিকে সহযোগিতার জন্য আমরা আপনাকে আলোচনায় যুক্ত হতে অনুরোধ করছি। অনুগ্রহ করে এই ফর্মটি পূরণ করে আমাদেরকে কথোপকথনটি প্রস্তুতে সহযোগিতা করুন। 


বি.দ্র. 

*আলোচনায় অংশগ্রহণকারীদের জন্য ইন্টারনেট ও অন্যান্য সহায়তা প্রদান করা হবে। (শর্তসাপেক্ষে)

*কথোপকথনের পুর্বপ্রস্তুতি হিসেবে আপনি চাইলে খসড়া সনদটি এখান থেকে পড়ে নিতে পারেন। 


শুভেচ্ছান্তে,

ঐশিক রেহমান

[[User:Aishik Rehman]]

আন্দোলন সনদ প্রতিনিধি, বাংলা উইকিমিডিয়া সম্প্রদায়

অক্টোবর ২০, ২০২৩



সংযুক্তি:

  1. গুগল ফর্মের লিঙ্ক: https://forms.gle/PXmREHCinQkDJGUu5

  2. খসড়া সনদের লিঙ্ক: https://meta.wikimedia.org/wiki/Movement_Charter/Content/One-page_draft/bn

  3. প্রকল্প পাতার লিঙ্ক: https://meta.wikimedia.org/wiki/Movement_Charter_Ambassador_Program_for_Bengali_Community