সুধী,
গত ২রা নভেম্বর, রোজ বুধবার, রাজধানীর নটর ডেম কলেজ মিলনায়তনে উইকিমিডিয়া বাংলাদেশের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বাংলা উইকিপিডিয়া কর্মশালা। এ আয়োজনে সার্বিকভাবে সহযোগিতা করেছে নটর ডেম ডিবেটিং ক্লাব (এনডিডিসি)। কর্মশালাটির মাধ্যমে কিভাবে বাংলা উইকিপিডিয়ায় অবদান রাখা যায়, সাধারণ ভুলগুলো কিভাবে এড়ানো যায়, উইকিপিডিয়ার ব্যবহার ইত্যাদি বিষয় সম্পর্কে শিক্ষার্থীদের জানানো হয়। এছাড়া উইকিমিডিয়া কমন্সে ছবি যোগ করার পদ্ধতি সম্পর্কেও বিস্তারিত তুলে ধরা হয়। কর্মশালাটিতে প্রায় ৭০-৮০ জন শিক্ষার্থী অংশ নেয়।
অনুষ্ঠানে উইকিমিডিয়া বাংলাদেশের পক্ষ থেকে আমি (অংকন ঘোষ দস্তিদার), প্রত্যয় ঘোষ, সভাপতি আলী হায়দার খান তন্ময়, সাধারণ সম্পাদক নাহিদ সুলতান, নির্বাহী পরিষদের সদস্য নুরুন্নবী চৌধুরী হাছিব; এবং নটর ডেম ডিবেটিং ক্লাবের মডারেটর শহীদুল হাসান পাঠান উপস্থিত ছিলেন। উইকিমিডিয়া বাংলাদেশের পক্ষ থেকে এ ধরণের অনুষ্ঠান আরো আয়োজন করা হবে, যেন এর পাঠক ও ব্যবহারকারী উভয়ই বৃদ্ধি পায়।
অনুষ্ঠানের সকল ছবি পাওয়া যাবে কমন্সের নিচের লিংকেঃ [https://commons.wikimedia.org/wiki/Category:Bangla_Wikipedia_Workshop_at_Notre_Dame_College,_Dhaka]
কার্যক্রম সম্পর্কেঃ
[https://bd.wikimedia.org/wiki/কার্যক্রম:কর্মশালা/বাংলা_উইকিপিডিয়া_কর্মশালা,_নটরডেম_কলেজ,_নভেম্বর_২০১৬]
--
Regards,