"শৈলেন্দ্র বিশ্বাসের সংসদ বাংলা অভিধান কিন্তু কপিরাইটের আওতার মধ্যে, জ্ঞানেন্দ্রমোহন দাসের বাংলা ভাষা অভিধান cc 2.0 লাইসেন্স।" - অভিধানের কপিরাইটের ব্যাপারে দুটি কথা বলি। হ্যা অবশ্যই সংসদ বাংলা অভিধান কপিরাইটের আওতার মধ্যে পড়ে, আর তা কেবল মাত্র প্রকাশিত বইটা ও তার অলংকরণ, এছাড়া আর কিছু না। "কোনো শব্দের মানে " প্রকাশ করা কারুর কপি রাইট থাকতে পারে না। যেমন " আমি ভাত খাই" কথাটার কোনো কারুর কপিরাইট থাকতে পারে না। কারন অন্য কোনো ব্যাক্তি আর একটি অভিধান লিখলেও একই মানে লিখবেন। আমরা উইকিঅভিধানে  শব্দের মানেই দেব, শৈলেন্দ্র বিশ্বাসের সংসদ বাংলা অভিধান তহত্যসূত্র হিসাবেই কাজ করতে, তাই কপিরাইটের কোনো সমস্যা এখানে হবে না। আমরা এখানে কোনো স্ক্যান করি তো দিচ্ছি না।