প্রিয় সবাই, 

আপনারা জানেন গত ৩রা ডিসেম্বর জাতীয় জাদুঘর মিলনায়তনে ঢাকার উইকিপিডিয়ানদের একটি আড্ডা অনুষ্ঠিত হয়েছিল। সে আড্ডায়, উইকিমিডিয়া বাংলাদেশ থেকে জাতীয় জাদুঘরে একটি অফলাইন এডিটাথন আয়োজনের ব্যাপারে কথা হয়েছিল। সে অনুসারে, ২৪শে ডিসেম্বর দিনব্যাপী জাতীয় জাদুঘরের মিলনায়তনে এডিটাথন অনুষ্ঠিত হবে। এই এডিটাথনের উদ্দেশ্য হল, ভালো ও নির্বাচিত নিবন্ধের সংখ্যা বৃদ্ধি করা। কোন কোন নিবন্ধগুলো সবার আগে ভালো ও নির্বাচিত নিবন্ধে পরিণত করা যায় সে সম্পর্কে বাংলা উইকিপিডিয়ার আলোচনাসভায় একটি আলোচনা চলছে। আপনারা কোন নিবন্ধগুলো নিয়ে আগে কাজ করা উচিত সে সম্পর্কে মতামত ব্যক্ত করতে পারেন। 


এছাড়া যদি এডিটাথনে আমাদের সাথে যুক্ত হতে চান তাহলে এখানে নাম যুক্ত করুন: https://bd.wikimedia.org/s/sa


ধন্যবাদ।