ধন্যবাদ মুনির ভাই,
আসলে ঠিকই কিছু কিছু ক্ষেত্রে বিষয়টা খুবই সহজ হয়ে যায় যখন লেখক জীবিত থাকেন ও নতুন
ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের ব্যাপারে বোঝেন। বেশির ভাগ লেখক , প্রকাশক, লেখকের পরিবারের কাছে মনে হয় যে বইগুলি বুঝি তাদের হাতের বাইরে চলে গেল। বাংলাদেশের সব খব জানি না। তবে
ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সে বইগুলিকে পুনঃপ্রকাশ করতে হয়, এটাই চালু রীতি। ভারতে বাংলা ছাড়া অন্য ভাষায় কাজ করে CIS কিছু সফলতা পেছে [1]. বর্তমান পশ্চিমবঙ্গের বাঙালি লেখদের মাঝে CIS বা
ক্রিয়েটিভ কমন্স টিম সেই ভাবে কাজ করে উঠতে পারেনি। তবে তারা কাজ করে যাচ্ছেন ও আমরা সাহায্যও করছি। সেই সাপেক্ষে অনেক জটিলতার কথাও শুনেছি।
যাই হোক দীপু নাম্বার টু বইয়ের ব্যাপারে কেউকি মুহম্মদ জাফর ইকবাল স্যারের সঙ্গে কেউকি দেখা করতে পারবন?