ধন্যবাদ আপনার মতামতের জন্য। ভারত থেকে বাংলাদেশে উপহার ভাউচার পাঠাবার কোনো সহজ মাধ্যম না থাকায়, আমরা তা পাঠাতে সমস্যায় উপনীত হই। আমরা গত দুই বছর  ( https://www.bagdoom.com/ )  ওয়েব সাইটের মাধ্যমে ভারত থেকে বাংলাদেশে উপহার ভাউচার পাঠিয়েছিলাম। কিন্তু বর্তমানে দেখতে পাচ্ছি, তাদের এই পরিসেবাটি বর্তমানে বন্ধ রেখেছে। 

আমরা যতটা সম্ভব তাড়াতাড়ি পুরস্কার পাঠানোর চেষ্টা করি। দুই একবার কোনো কারণে কিছুটা দেরি হয়্, যদিও, গত কয়েক বৎসরে আমরা অভিজ্ঞতা সঞ্চয় করেছি, ফলে কাজ দ্রুততর হয়েছে।  এই প্রতিযোগিতার পুরস্কার সকলে প্রতিযোগিতার ফলাফল ঘোষণার ২ থেকে ৩ সপ্তাহের মধ্যে পেয়ে যাবেন। যদিও  সাম্প্রতিক করোনা ভাইরাস সংক্রমণ মহামারীর কারণে পরিস্থির গুরুত্ব বিবেচনা করে জাতীয় আইন মেনে পুরস্কার পাঠাতে বিলম্ব হতে পারে।

আমি আপনাদের কাছে পরামর্শ চাই , দয়া করে এমন একটি মাধ্যম জানান, যার মাধ্যমে ভারত থেকে বাংলাদেশে  উপহার ভাউচার পাঠানো সম্ভব।মনে রাখবেন, নগদ টাকা দেওয়া কোন মতেই সম্ভব হবে না।উল্লেখিত পুরস্কারের ব্যাপারে আমি আপনার সাথে আগামী ২ দিনের মধ্যে যোগাযোগ করবো।

ধন্যবাদ


On Sat, Oct 31, 2020 at 8:55 PM Jayanta Nath <jayantanth@gmail.com> wrote:
দয়া করে নিচের ভিডিওটি দেখুন

https://upload.wikimedia.org/wikipedia/commons/0/06/How_to_Proofread_at_Bengali_wikisource.ogv

On Sat, Oct 31, 2020 at 8:23 PM SUKANTA DAS <das.sukanta45@gmail.com> wrote:
শ্রদ্ধেয় জয়ন্তদা,

শারদ শুভেচ্ছা নিন। আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছি। তবে উইকিসংকলনের কাজটা যেহেতু আগে করিনি তাই প্রথমে আমাকে একটু বিষয়টা বুঝিয়ে দেবেন আশাকরি। কারিগরি দিকটা বুঝে নিতে একটু সময় লাগবে। এই ই-মেল অথবা আমার ফোন নম্বর - ৯৬৭৪০৪৪৭৭১।

ধন্যবাদসহ,
সুকান্ত দাস

On Sat, 31 Oct 2020 at 18:39, Jayanta Nath <jayantanth@gmail.com> wrote:
সুধী,

আশা করি কোভিড ১৯ মহামারী পরিস্থিতিতে সবাই ভাল আছেন। আগামীকাল থেকে ভারতীয়  উইকিসংকলনের মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা (১লা নভেম্বর ২০২০ – ১৫ই নভেম্বর ২০২০ )[১] শুরু হচ্ছে । সকল বাংলা উইকিমিডিয়ানদের আমি এই  প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আন্তরিক অনুরোধ করি। এই  প্রতিযোগিতায় অভিজ্ঞ,অনভিজ্ঞ ও নতুন ব্যবহারকারী  সকলের জন্যই মুক্ত। 

উইকিসংকলন – একটি উন্মুক্ত অনলাইন পাঠাগার –যা উইকিমিডিয়া ফাউন্ডেশনের একটি প্রকল্প যা উন্মুক্ত লেখ্য উপাদান তৈরি করার জন্য এক লাইব্রেরি যেখানে উৎসের লেখা মূল নথিপত্র , দলিল, দস্তাবেজ, এমনকি মুল লেখার বাংলা অনুবাদও থাকে।যেখানে উইকিপিডিয়া একটি বিশ্বকোষ, সেখানে উইকিসংকলন হল একটি লাইব্রেরি বা পাঠাগার বা গ্রন্থাগার। উইকিপিডিয়াতে কোনো একটি বই সম্পর্কে নিবন্ধ থাকতে পারে, সেখানে উইকিসংকলনে সেই বইটির সম্পূর্ণ লেখাটি রাখা হয়। 

ভারতীয় উইকিসংকলন সম্প্রদায়ের অন্য ভাষাগুলির থেকে বাংলা ভাষায় অবদানকারির সংখ্যা তুলনামূলক ভাবে অত্যধিক কম। অথচ বাংলা সাহিত্যের রত্ন ভাণ্ডারের কিছু শতাংশ মাত্র প্রকাশ করা গেছে। তাই আমাদের আরও স্বেচ্ছাসেবক দরকার কাজ করার জন্য। আশা করি আপনারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন  ও  উইকিসংকলনকে সমৃদ্ধ করবেন। বিস্তারিত প্রকল্প পাতায় দেখুন।[১]

প্রতিটি সম্প্রদায় অনুযায়ী পুরষ্কার
প্রথম পুরস্কার - ৳  ৩০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট,  একটি মেমেন্টো
দ্বিতীয় পুরস্কার - ৳ ২০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট, একটি মেমেন্টো
তৃতীয় পুরস্কার - ৳ ১০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট,  একটি মেমেন্টো
পঞ্চম থেকে দশম পুরস্কার - ৳ ৫০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট, একটি মেমেন্টো

বাংলাদেশ থেকে কোনো প্রতিযোগী পুরস্কার পেলে, তাকে ( https://www.bagdoom.com/ ) বা সম গোত্রীয় ওয়েব সাইট থেকে  গিফট ভাউচার  পাঠানো হবে  ও ভারতে ( আমজন  গিফট ভাউচার ) পাঠানো হবে।  বাংলাদেশে ( অন্যান্য দেশে) বসবাসকারী বিজয়ীদের শুধুমাত্র উপহার ভাউচার পাঠানো সম্ভব। টিশার্ট বা মেমেন্টো ভারত থেকে পাঠানা সম্ভব নাও হতে পারে। 

প্রতিযোগিতায় আপনাকে সবাইকে স্বাগতম।

শুভেচ্ছা,
জয়ন্ত দা  

_______________________________________________
Wikipedia-BN মেইলিং লিস্ট
Wikipedia-BN@lists.wikimedia.org
https://lists.wikimedia.org/mailman/listinfo/wikipedia-bn
_______________________________________________
Wikipedia-BN মেইলিং লিস্ট
Wikipedia-BN@lists.wikimedia.org
https://lists.wikimedia.org/mailman/listinfo/wikipedia-bn