সুধী,
উইকিপিডিয়া ও উইকিমিডিয়া প্রকল্পের বিভিন্ন ওয়েবসাইটগুলোর অনলাইন কার্যক্রমে বিভিন্ন বার্তা আদান-প্রদান ও আদান-প্রদানকৃত তথ্যের নিরাপত্তা বৃদ্ধি ও এ সংক্রান্ত সচেতনতা বৃদ্ধি করতে উইকিমিডিয়া বাংলাদেশ কর্তৃক একটি আলোচনাসভা আয়োজন করা হয়েছে। মূলত এ সংক্রান্ত নিরাপত্তা ও তদসংক্রান্ত ঝুঁকির বিভিন্ন দিক নিয়ে আলোচনাই এই সভার উদ্দেশ্য।
আলোচনাসভাটি অনুষ্ঠিত হবে আগামী ২৯ মে ২০২১ তারিখ, বাংলাদেশ সময় সন্ধ্যা ৭:০০ – ৮:৩০ পর্যন্ত।
আলোচনাসভায় অংশ নিতে চাইলে অনুগ্রহ করে নিচের ফর্মটি পূরণ করুন (আবশ্যক):
ফর্মটি পূরণ করার সময় অনুগ্রহ করে আপনি নিয়মিত ব্যবহার করেন এমন একটি ই-মেইল ঠিকানা দিন, কারণ আলোচনা সভা শুরুর আগের দিন জুম মিটিং লিংকটি ই-মেইলে পাঠানো হবে।
এছাড়া উইকিমিডিয়া বাংলাদেশ উইকির পাতায় একটি কার্যক্রম পাতাও তৈরি করা হয়েছে। ফর্ম পূরণের পাশাপাশি আপনি সেখানেও আপনার নাম যোগ করতে পারেন। পাতার লিংক:
https://bd.wikimedia.org/s/1zj
আশা করি আপনারা অংশ নেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
শুভকামনাসহ,
তানভির