শুভেচ্ছা নিবেন,
বাংলাদেশের অন্যান্য অঞ্চলের মতো ২১শে ফেব্রুয়ারি সিলেটেও যে মিটআপ হওয়ার কথা ছিল, সঙ্গত কারণে তা আর হয় নি। এর আগের দুই মাসেই মিটআপের সব আয়োজন একাই আশিক স্যার করেছেন, ফলে এবারো নিশ্চিত ছিলাম। তাই স্যারের সাথে এ বিষয়ে আর কোন আলাপও হয়নি। তবে এটা ঠিক যে এই মিটআপ করতে পারলে বিগত বারের চেয়ে ''বাংলা উইকি'' আরো বেশী মানুষের কাছে পরিচয় করিয়ে দেয়া যেত। যাইহোক, একজন স্বেচ্ছাসেবক হিসেবে এর জন্য আমিও সমানভাবে দায়ী। আমরা ''সিলেট উইকি কমিউনিটিতে'' যারা আছি, দু-এক জন পরে সবাই শিক্ষার্থী এবং একইসাথে সবাই এক বা একাধিক সামাজিক কিংবা সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত। ফলে বিভিন্ন পাবলিক হলিডের সময় সবাই কম বেশী ব্যস্ত থাকে। এর জন্য স্যারের সাথে আমাদেরও কোন আলোচনা হয়নি। তবে যাই হোক, বাংলা উইকির প্রশাসক এবং একজন স্বেচ্ছাসেবক হিসেবে আশিক স্যারের অবদান কিন্তু সিলেট কমিউনিটির জন্য সত্যিই প্রশংসাযোগ্য। নাহিদ ভাইকে বলব, স্থান এবং কাল উভয় বিষয়টির দিকে একটু নজর দিবেন। এবং সামান্য বিষয়ে যেন ভুল বোঝাবুঝির সৃষ্টি মা হয়। ধন্যবাদ সবাআইকে... 

2017-02-20 17:56 GMT+06:00 Nahid Sultan <nahid@wikimedia.org.bd>:

আশিক ভাই,
আমিও তাই বললাম, গরাতে নয়, পরশু রাতে পাঠিয়েছি, সময়টা আপনি লিখেই দিছেন। 
সেযাইহোক, সিলেট ও ঢাকার ব্যাপারটি বুঝতে পেরেছি। আপনি যেহেতু পারবেন না, সেহেতু অন্য কাউকে বলে দেখতে পারতেন। আমাকেও গতকাল জানালে আমিও অন্য কাউকে দায়িত্ব দেওয়া যায় কিনা খুঁজে দেখতাম। পরেরবার থেকে যখন আলোচনা হবে তখনই একটু ক্লিয়ার করে ঠিক কতদিন আগে লাগতে পারে সেটি জানালেই আর এরকম ঝামেলা হবে না।


ধন্যবাদ।
নাহিদ




From: Wikipedia-BN <wikipedia-bn-bounces@lists.wikimedia.org> on behalf of Ashiq Shawon <ashiq.shawon@gmail.com>
Sent: Monday, February 20, 2017 5:49 PM

To: Bangla Wikipedia
Subject: Re: [Wikipedia-BN] একুশে বাংলা উইকিপিডিয়া সমাবেশ - ২০১৭
 
১৯ তারিখ ১২:২২ ঘটিকায় মেইলটি পাঠানো হয়েছে। এবং আমার কলেজ থাকে, আমাকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করতে হয়। 

আরেকটি বিষয় হলো, আমি সিলেটে থাকি, ঢাকাতে নয় - ঢাকায় যেই সুবিধা ৩০ মিনিটে পাওয়া যাবে, সেটা সিলেটেও একি সময় পাওয়া যাবে ভাবাটা ঠিক নয়। এরপরও কথা থাকে, গত ঈদ-উল-আযহার সময় আমি একটা সীল বানাতে পুরো উত্তরা ঘুরেছিলাম; না-পেয়ে নীলক্ষেত যেতে হয়েছিলো! কাজেই, উপযুক্ত সময় এবং স্থানও একটা বিষয় - সেটাও মনে রাখা উচিত।




On 20 Feb 2017 4:10 pm, "Md. Ibrahim Husain" <meraj73@gmail.com> wrote:
কিন্তু সাদা বড় কাগজে মার্কার দিয়ে লেখেও তো একুশে ফেব্রুয়ারিতে দাঁড়ানো যায়। :D ☺

Mohammad Ibrahim Husain
Mobile: 01921 584733

2017-02-20 16:03 GMT+06:00 Nahid Sultan <nahid@wikimedia.org.bd>:

আসলে আমিও দুঃখিত, দেরীতে ব্যানার পাঠানোর জন্য। নরমালি এরকম ব্যানার প্রিন্ট করতে ৩০ মিনিট লাগে এবং ব্যানারের ডিজাইন আমি গতকাল রাতে নয় পরশু রাতে পাঠিয়েছি। মাঝে দুদিন সময় ছিলো। আশিক ভাই এখানে শুধু ব্যানার পাঠানোর দেরীর কোরণটাই কেনো উল্লেখ করলেন বুঝতে পারলাম না কিন্তু তিনি আমাকে বলেছেন, তিনি যে লোকের কাছ থেকে ব্যানার প্রিন্ট করেন নিয়মিত সে দিতে পারবে না। এবং কলেজে থাকার দরূন তিনিও যেতে পারবেন না। সেক্ষেত্রে শুধুমাত্র এক দোকান না দেখে ও তিনি ব্যস্ত থকালে সিলেটের অন্য কোন উইকিপিডিয়ানকে বললেও সম্ভব হলেও হতে পারতো।

সে যাইহোক, এবার একটা শিক্ষা হলো। পরেরবার থেকে সিলেটে কমপক্ষে এক সপ্তাহ আগে সবকিছু পাঠাতে হবে। নোটেড :)

ধন্যবাদ।




From: Wikipedia-BN <wikipedia-bn-bounces@lists.wikimedia.org> on behalf of Shabab Mustafa <shabab.mustafa@gmail.com>
Sent: Monday, February 20, 2017 3:29 PM
To: Bangla Wikipedia
Subject: Re: [Wikipedia-BN] একুশে বাংলা উইকিপিডিয়া সমাবেশ - ২০১৭
 
@আশিক শাওন ভাই, 
কারিগির সহায়তা দলের প্রধান হিসেবে এই প্রক্রিয়ার সাথে আমার এবং কারিগরি সহায়তা দলের সরাসরি সম্পৃক্ত হওয়া উচিৎ ছিল যা আমরা হতে পারি নাই। এই সাংগঠনিক দুর্বলতার জন্য আমি কারিগরি সহায়তা দলের পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করছি। ভবিষ্যতে এইরকম কোন কিছু আমার নজর এড়িয়ে গেলে অনুগ্রহ করে ব্যক্তিগতভাবে আমাকে একটু জানাবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। 

শুভ কামনা।


---
Shabab Mustafa

2017-02-20 15:07 GMT+06:00 Ashiq Shawon <ashiq.shawon@gmail.com>:
যেহেতু এবারই আমরা প্রথমবারের মতো দাঁড়ানোর কথা - তাই ব্যানার দরকার ছিলো। ব্যানার-এর ফাইলটি পেতে এতো দেরি হলো কেন জানিনা, মাত্রই গতকাল রাতে পেলাম। ফলশ্রুতিতে এই প্রোগ্রামটি এবার করতে পারছিনা বলে দুঃখিত।

- আশিক।

2017-02-19 3:15 GMT+06:00 Nahid Sultan <nahid@wikimedia.org.bd>:

সুধী,
শুভেচ্ছা নেবেন। বরাবরের মত এবারও বাংলা উইকিপিডিয়ানরা ২১শে ফেব্রুয়ারিতে ঢাকায় বই মেলার সামনে দাঁড়াবে। তবে আনন্দের খবর হলো, একই দিন ঢাকা ছাড়াও চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনার উইকিপিডিয়ানরাও নির্দিষ্ট স্থানে একত্রিত হবেন। আপনিও চলে আসুন!


মূলত যা হবে: 

প্রতি বছর একুশে বইমেলার সামনে ২১ তারিখে বিকালের দিকে এক ঘন্টা “বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করুন” ব্যানার নিয়ে সবাই দাঁড়িয়ে থাকি। শেষে কোন একজনের ব্যক্তিগত স্পন্সরে সবাই মিলে আইসক্রিম খাই :) এবারও ঐতিহ্যগতভাবে এটি পালন করা হবে।

বিস্তারিত পাবেন ফেইসবুকের ইভেন্ট পেইজে:
https://www.facebook.com/events/730700750444418/


ধন্যবাদ।


_______________________________________________
Wikipedia-BN mailing list
Wikipedia-BN@lists.wikimedia.org
https://lists.wikimedia.org/mailman/listinfo/wikipedia-bn



_______________________________________________
Wikipedia-BN mailing list
Wikipedia-BN@lists.wikimedia.org
https://lists.wikimedia.org/mailman/listinfo/wikipedia-bn



_______________________________________________
Wikipedia-BN mailing list
Wikipedia-BN@lists.wikimedia.org
https://lists.wikimedia.org/mailman/listinfo/wikipedia-bn



_______________________________________________
Wikipedia-BN mailing list
Wikipedia-BN@lists.wikimedia.org
https://lists.wikimedia.org/mailman/listinfo/wikipedia-bn



_______________________________________________
Wikipedia-BN mailing list
Wikipedia-BN@lists.wikimedia.org
https://lists.wikimedia.org/mailman/listinfo/wikipedia-bn