অসাধারণ কাজ হয়েছে সাফি! খুবই ভাল লাগলো শুনে। 

আমরা শুরু থেকে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের টার্গেট করে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করে আসছি, কিন্ত মাদ্রাসার ছাত্র ছাত্রীদের জন্য এধরণের কিছু করার কথা কখনো ভাবিনি। কেন ভাবিনি সেটাই চিন্তা করছি। তুমি যে এটা ভেবেছো এবং করেছ তার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে। দেশে থাকলে খুব করে চাইতাম এই কর্মশালায় উপস্থিত থাকতে। আশা করি উইকিবার্তার সামনের সংখ্যায় এই অনুষ্ঠান নিয়ে বিস্তারিত থাকবে। 

আশা করি এ ধরণের আরো অনেক কিছু সামনে দেখবো। তোমাদের হাত ধরে বাংলা উইকিপিডিয়া সারাদেশে ছড়িয়ে পড়ুক।

ধন্যবাদ সবাইকে।

তন্ময়     

 

On Sat, Sep 8, 2018, 12:33 PM Masum al Hasan <masum.ru.apee@gmail.com> wrote:
সাফিকে অনেক ধন্যবাদ একক প্রচেস্টায় এমন সুন্দর আয়োজনের জন্য।  

শেষ মূহুর্তে অসুস্থতার জন্য অংশ নিতে পারলাম না 😞

On Sat, 8 Sep 2018, 10:27 pm Mostafizur Rahman Safy, <mmrsafy@gmail.com> wrote:

মাদ্রাসায় উইকিপিডিয়া বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হলো রাজশাহীতে।

আজ রাজশাহীর নওদাপাড়ার একটি মাদ্রাসায় উইকিপিডিয়া বিষয়ক কর্মশালার আয়োজন করে রাজশাহী উইকিপিডিয়া সম্প্রদায়। মূলত মাদ্রাসার ছাত্রদের মধ্যে উইকিপিডিয়ার চর্চা বৃদ্ধি এবং তাদের সম্পৃক্ত করার উদ্দেশ্য নিয়ে কর্মশালাটি আয়োজন করা হয়।

কর্মশালার কিছু ছবি পাওয়া যাবে নিচের বিষয়শ্রেণীতে। যদিও তাদের রক্ষণশীল জীবন যাপনের জন্য বেশি ছবি তুলতে পারিনি।

সবচেয়ে আশার খবর হলো তাদের অনেক আগ্রহ দেখলাম। আমরা তাদের কাছে গেছি, তাদেরকে সমাজের মূলধারায় আনার চেষ্টা করছি, এতেই তারা অনেক খুশি। তাদেরকে এভাবে অনুপ্রাণিত করতে পারলে জ্ঞানকোষ তৈরীতে তাদের অসীম ধর্ম-জ্ঞান যুক্ত করা সম্ভব হবে।

বিষয়শ্রেণীর লিংকঃ
https://commons.wikimedia.org/wiki/Category:Workshop_on_Wikipedia_in_Madrasa,_Rajshahi

_______________________________________________
Wikipedia-BN mailing list
Wikipedia-BN@lists.wikimedia.org
https://lists.wikimedia.org/mailman/listinfo/wikipedia-bn
_______________________________________________
Wikipedia-BN mailing list
Wikipedia-BN@lists.wikimedia.org
https://lists.wikimedia.org/mailman/listinfo/wikipedia-bn