ইন্দ্রজিত দা,

উল্লিখিত তিন জনকে এই ই-মেলে অন্তর্ভূক্ত করার জন্য অনেক অনেক ধন্যবাদ। যদি আরও কেউ বাদ গিয়ে থাকেন তাদেরও যোগ করুন।

ধন্যবাদ,
কল্যাণ সরকার
+৯১৯৮৩৬০৬৩৯২০

2016-07-23 21:05 GMT+05:30 Indrajit Das <indrajitdasin@gmail.com>:
আমি থাকছি সেই দিন। আর একটি কথা, আমি শেষ মিটিং এ প্রস্তাব রেখেছিলাম যে আগামি দিনের বাংলা উইকিপেডিয়া এর মিটিং গুলোতে দীপাঞ্জান, অরুপ এবং অমিতাভ দা কে অন্তর্ভুক্ত করার কথা এবং তাতে সবাই সম্মত হয়েছিল। তাই, এই মেইল এ তাদের কে অন্তর্ভুক্ত করলাম। তাছাড়া এর মাঝ আমাকে কোন প্রয়োজন হলে আমাকে আবশই জানাতে পারেন। তবে আগামি ১৩ই অগাস্ট এ সবার সাথে দেখা হছে।


Thanks & Regards
ইন্দ্রজিত দাস
৯৮৩১৪২২৫৫৫

On Sat, Jul 23, 2016 at 6:31 PM, Kalyan Sarkar <kalyan@wikimedia.in> wrote:
Dear Wikimedians,

We are going to hold the Kolkata Wikipedia Meetup 18 on 13 August 2016. Please see the meetup page for details.
Kindly note that the venue is not yet finalized. The preferred venue is Academy of Fine Arts. The alternative option is St. John's Church. In case of St. John's Church the timing would be changed to 2-5 pm.

Thanks and regards,
Kalyan Sarkar
+919836063920