অভিনন্দন হাসিব ভাই। শুভকামনা থাকলো।

2016-11-30 22:17 GMT+06:00 Masum- Al-Hasan <masum.ru.apee@gmail.com>:
দারুণ দুই উদ্যোগের সফলতা কামনা করছি।

2016-11-30 20:55 GMT+06:00 Rifat Jamil Eusufzai <eusufzai@gmail.com>:

জেনে খূবই ভাল লাগলো। বিএনএনআরসি এর বজলু ভাই এর সাথে বহুকাল আগে পরিচয় হয়েছিলো।

On Nov 30, 2016 8:50 PM, "Nurunnaby Hasive" <nurunnabyhasive@gmail.com> wrote:
প্রিয় সবাই,

শুভেচ্ছা। আপনারা জেনে খুশি হবেন সম্প্রতি বাংলাদেশের বর্তমানে সক্রিয় ১৭টি কমিউনিটি রেডিওতে যারা কাজ করেন তাদের উইকিপিডিয়ায় যুক্ত করার একটি উদ্যোগ নেওয়া হয়েছে। এ কমিউনিটি রেডিওগুলো নিয়ে কাজ করা সংগঠন বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশনের (বিএনএনআরসি) সহায়তায় গত ২৭ নভেম্বর ঢাকার বিএনএনআরসি কার্যালয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রাথমিক পর্যায়ে কমিউনিটি রেডিও পরিচালনাকারীদের সহায়তাকারী এবং বিএনএনআরসি’র কর্মীরা অংশ নিয়েছে। কর্মশালা পরিচালনায় ছিলাম আমি এবং আমাদের বাংলা উইকিপিডিয়ার দুই প্রশাসক নাহিদ সুলতান এবং তানভির মোর্শেদ। আগামী বছরের শুরু থেকে আমরা পর্যায়ক্রমে ১৭টি কমিউনিটি রেডিওতে কর্মরত এবং যুক্তদের উইকিপিডিয়ায় যুক্ত করার কার্যক্রম শুরু করবো। উল্লেখ্য, এ ১৭টি কমিউনিটি রেডিও দেশের ১৭টি বিভাগীয় ও জেলায় অবস্থিত।

ইতিমধ্যে অনেকেই জানেন, আমাদের বাংলা উইকিপিডিয়ায় মেয়েদের অংশগ্রহণ খুবই কম। বাংলা উইকিপিডিয়ায় মেয়েদের অংশগ্রহণ বাড়ানোর লক্ষে আমি একটি প্রকল্প নিয়ে কাজ করছি বেশ কিছুদিন ধরেই। এ প্রকল্পে সহযোগিতা করবে আমাদের সক্রিয় উইকিপিডিয়ান আফিফা আফরিন। প্রাথমিক ভাবে পরিকল্পনা হচ্ছে কয়েকটা বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র মেয়েদের জন্য কর্মশালা/আলোচনার আয়োজন করা। এটা পাইলট আকারে করে এর ফলাফলের ওপর ভিত্তি করে সারাদেশে এ ধরনের আয়োজন করার পরিকল্পনা আছে। প্রাথমিক পাইলটের অংশ হিসেবে গত ২৪ নভেম্বর ওয়ার্ল্ড ইউনিভার্সটি অব বাংলাদেশে প্রথম কর্মশালাটি অনুষ্ঠিত হয়। কর্মশালায় ওয়ার্ল্ড ইউনিভার্সটি অব বাংলাদেশের শিক্ষার্থী ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, তিতুমির কলেজের নারী শিক্ষার্থীরা অংশ নিয়েছে। যেহেতু এটি আমাদের নারী উইকিপিডিয়ানদের অংশগ্রহণ বাড়ানোর একটি উদ্যোগ ছিলো তাই আমি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের আমন্ত্রণ জানিয়েছিলাম। কর্মশালা পরিচালনায় ছিলাম আমি, নাহিদ সুলতান এবং আফিফা আফরিন। সহযোগিতায় ছিলো আমাদের আরেক সক্রিয় উইকিপিডিয়ান ইব্রাহিম হোসেন মেরাজ। পাইলট হিসেবে এটি বেশ ভালো হয়েছে। 

দুটি আয়োজনের সহযোগিতায় ছিলো উইকিমিডিয়া বাংলাদেশ।

আয়োজন সংক্রান্ত ছবি পাওয়া যাবে:

ধন্যবাদ সবাইকে।

-হাছিব

-- 
Nurunnaby Chowdhury (Hasive) :: নুরুন্নবী চৌধুরী (হাছিব)
User: Hasive | GSM/WhatsApp/Viber: +8801712754752
Administrator | Bengali Wikipedia

_______________________________________________
Wikipedia-BN mailing list
Wikipedia-BN@lists.wikimedia.org
https://lists.wikimedia.org/mailman/listinfo/wikipedia-bn


_______________________________________________
Wikipedia-BN mailing list
Wikipedia-BN@lists.wikimedia.org
https://lists.wikimedia.org/mailman/listinfo/wikipedia-bn




--
Masum-al-hasan Rocky

_______________________________________________
Wikipedia-BN mailing list
Wikipedia-BN@lists.wikimedia.org
https://lists.wikimedia.org/mailman/listinfo/wikipedia-bn




--
Regards,
Tanweer