রাজশাহী কলেজ বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান। ১৮৭৩ সালে এই কলেজটি প্রতিষ্ঠিত হয়। রাজশাহী কলেজের প্রসিদ্ধির অন্যতম কারণ হলো এর গ্রন্থাগার, যাতে পুরাতন মূল্যবান ও সাম্প্রতিক সংষ্করনের বই, জার্ণাল এবং সাময়িকির প্রাচুর্য রয়েছে যা আন্তর্জাতিক খ্যাত মুদ্রিত তথ্য প্রাপ্তির নির্ভরযোগ্য উৎস। কলেজ লাইব্রেরীতে অনেক দূর্লভ বই, গেজেট, এনসাইক্লোপিডিয়া এবং পাণ্ডুলিপি রয়েছে এবং প্রাচীন পাণ্ডুলিপির অনেকগুলিই পুঁথি-তে সমৃদ্ধ।

রাজশাহী কলেজ গ্রন্থাগারে সংস্কৃত ভাষায় লেখা পাঁচ শতাধিক প্রাচীন পুঁথি রয়েছে৷ সংস্কৃত সাহিত্যের বেদ, পুরাণ, মহাকাব্য, কাব্য, তন্ত্র ইত্যাদি বিষয় নিয়ে এই পুঁথিগুলো লেখা৷ এই পুঁথিগুলোর অধিকাংশই দেশীয় উপকরণের সাহায্যে প্রস্তুত, হাতে তৈরি তুলোট কাগজে লেখা৷ কঞ্চি শর, ময়ূর বা শকুনের পালক দিয়ে তৈরি কলমে পুথিগুলো লেখা। পুঁথিগুলো সেলাইবিহীন, কাঠের পাটাতনে বাঁধা রয়েছে৷ কোনটিতে পৃষ্ঠাঙ্ক দেয়া আছে৷ কোনটি আবার পৃষ্ঠাঙ্কবিহীন৷ ছাত্র-ছাত্রীদের পূর্ণাঙ্গ সহযোগিতা প্রদানে রাজশাহী কলেজ লাইব্রেরি তার অনন্য ভূমিকা ঐতিহাসিকভাবে পালন করে আসছে৷ যা অতীত এবং বর্তমানের মাঝে সাঁকো হিসাবে মানব সমাজের ভবিষৎ আলোর পথ রচনা করে চলেছে৷

আমরা কিছুদিন আগে রাজশাহী উইকিপিডিয়ার কার্যক্রম সম্পর্কে রাজশাহী কলেজ এর গ্রন্থাগারিক মহিউদ্দিন আহমেদ স্যারকে জানাই এবং স্যার অত্যন্ত আন্তরিক ভাবে আমাদের সাথে মতামত প্রকাশ করেন। স্যার নিজেও উইকিপিডিয়াতে
​​
Mohmoni ব্যবহারকারী নামে সম্পাদনা শুরু করেছেন। গত ২৩ তারিখের ডিজিটাল উদ্ভাবনী মেলাতে স্যার রাজশাহী কলেজ এর কার্যক্রম সম্পর্কে আরো কিছু চমকপ্রদ তথ্য দেন। যার সম্পূর্নটাই ভিডিওতে ধারন করেছিলেন মুসফিক মুন্না। আজকে ভিডিও টি সম্পাদনা করে প্রকাশ করলাম।

ভিডিও
​: https://youtu.be/TGBjPl9-2fE​


উইকিপিডিয়া রাজশাহী সম্প্রদায় বিশ্বাস করে বাংলা উইকিপিডিয়া একদিন একটি সমৃদ্ধ এণসাইক্লোপেডিয়া হিসাবে আত্মপ্রকাশ করবে। আর এই পথ চলায় উইকিপিডিয়া রাজশাহী কমিউনিটি সবসময় সাথে থাকবে।