সুপ্রিয় শুভানুধ্যায়ীবৃন্দ,

বাংলা উইকিপিডিয়ার নিজস্ব ই-মেইল লিস্ট উইকিপিডিয়া বিএন-এর যাত্রা আজ শুরু হয়েছে [১]। ২০০৯ সালের শুরুর দিকে উইকিমিডিয়া-বিডি লিস্টটির [২] যাত্রা শুরুর পর এতোদিনে বাংলা উইকিপিডিয়ার কলেবর অনেক বৃদ্ধি পেয়েছে। সেই সাথে আওতা বেড়েছে বাংলা ভাষার অন্যান্য উইকিমিডিয়া প্রকল্পগুলোর। জাতি বা স্থান নির্বিশেষে শুধুমাত্র বাংলা ভাষার উইকিমিডিয়া প্রকল্পগুলোর জন্য একটি মেইলিং লিস্টের প্রয়োজনীয়তা ছিলো, যা আজ পূরণ হলো। তাই এখন থেকে বাংলা উইকিপিডিয়াসহ অন্যান্য সকল বাংলা উইকিমিডিয়া প্রকল্পগুলোর (উইকিঅভিধান, উইকিসংকলন, ও উইকিবই) জন্য এই মেইলিং লিস্ট ব্যবহৃত হবে। অপরদিকে যথারীতি বাংলাদেশি উইকিমিডিয়ান ও পশ্চিমবঙ্গের উইকিমিডিয়ানদের জন্য গঠিত, উইকিমিডিয়া-বিডি [১] ও উইকিমিডিয়া-আইএন-ডব্লিউবি [৩] লিস্ট দুইটি ব্যবহৃত হবে যথাক্রমে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের উইকিমিডিয়ানদের কার্যক্রম সংক্রান্ত আলোচনা ও বিভিন্ন ঘোষণার ক্ষেত্রে।

আমি আগ্রহী সবাইকে এই লিস্টে যোগদানের আমন্ত্রণ জানাচ্ছি। লিস্টে যোগ দানের জন্য wikipedia-bn
-join@lists.wikimedia.org ঠিকানায় ই-মেইল প্রদান করতে পারেন। এটি একটি স্বয়ংক্রিয় ই-মেইল ব্যবস্থা, তাই ই-মেইলের বিষয় ও মূল অংশে আপনি আপনার ইচ্ছানুযায়ী কিছু লিখতেও পারেন আবার নাও লিখতে পারেন। এরপর আপনার ইনবক্সে কনফার্মেশন চেয়ে একটি ই-মেইল আসবে, সেটিতে ক্লিক করে প্রয়োজনী নির্দেশনা সম্পন্ন করার মাধ্যমে আপনি এই ই-মেইল লিস্টে যোগ দান করতে পারবেন। এ বিষয়ে বিস্তারিত জানতে আপনার [৪] নং লিংকটি দেখতে পারেন।


তানভির

[১] https://lists.wikimedia.org/mailman/listinfo/wikipedia-bn
[২] https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-bd
[৩] https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-in-wb
[৪] http://www.gnu.org/software/mailman/mailman-member/node13.html