প্রিয় সবাই,
শুভেচ্ছা..আপনারা ইতিমধ্যে জেনেছেন আমরা বাংলা উইকিপিডিয়ার দশম প্রতিষ্ঠবার্ষিকী উদযাপন নিয়ে পরিকল্পনা করেছি এবং সারা দেশে এ উপলক্ষ্যে বিশেষ আয়োজনের পরিকল্পনা নেয়া হয়েছে। এ আয়োজনে আমাদের সহযোগিতা করছে গ্রামীণফোন। আয়োজনের বিস্তারিত জানাতে আগামী ২৪ নভেম্বর বিকেল ৪টায় বিশ্ব সাহিত্য কেন্দ্রে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সংবাদ সম্মেলনে সবার আমন্ত্রণ..
এখন পর্যন্ত আমাদের পরিকল্পনা অনুযায়ী ঢাকা ছাড়া সাতটি বিভাগীয় শহরে আমরা "বাংলা উইকিপিডিয়া সম্পাদক সমাবেশ" শীর্ষক আয়োজন করবো। বিশেষ করে প্রতিটি বিভাগে বিশ্ববিদ্যালয়/কলেজে এ আয়োজন অনুষ্ঠিত হবে। আমরা হাতে কলমে এ আয়োজন করতে চাই তাই আমরা সরাসরি ল্যাবে এ আয়োজন করতে চাই।
প্রথম আয়োজন হবে: ২৯ নভেম্বর ২০১৪, চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি
দ্বিতীয় আয়োজন হবে: ৩ ডিসেম্বর ২০১৪, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ
পরবর্তী রাজশাহী (সবার শেষে হবে, আলোচনা চলছে), রংপুর, খুলনা, বরিশাল-এ আয়োজন হবে [এখনও তারিখ ঠিক হয়নি]। এসব অঞ্চলে এ আয়োজনে সহযোগিতা করতে আগ্রহীরা যোগাযোগ করুন। প্রতিটি বিভাগে এ আয়োজনে ঢাকা থেকে যেতে আগ্রহীরাও জানান..
এসব বিষয় নিয়ে আমরা আজ বাংলা একাডেমীতে (নজরুল মঞ্চের কাছে) সন্ধ্যা ৬টায় আড্ডা দিতে চাই। আগ্রহীরা চলে আসুন..