উন্মুক্ত প্রবেশাধিকার সপ্তাহ উপলক্ষে উইকিপিডিয়ায় পঞ্চমবারের মতোন ২০২৩ সালের ২৩ – ২৯ অক্টোবর, এক সপ্তাহব্যাপী এডিটাথন আয়োজন করা হয়েছে। উইকিপিডিয়ায় নিবন্ধের সমৃদ্ধি ও মানোন্নয়ন ঘটানো উক্ত এডিটাথনের মূল উদ্দেশ্য। কোনো একটি প্রকল্প নয়, বরং অবদানকারীরা উইকিমিডিয়ার যেকোনো প্রকল্প থেকে এই এডিটাথনে অংশগ্রহণ করতে পারবে। এডিটাথন সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য আয়োজনের মূল পাতা দেখুন। সকলের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ কাম্য। আপনাদের সম্পাদনা শুভ হোক।