Regards,উইকিমিডিয়া বাংলাদেশের পক্ষে কর্মশালায় বক্তব্য রাখেন আলী হায়দার খান তন্ময়, নাহিদ সুলতান, জাহিদ হোসাইন খান আশা এবং আমি (তানভির মোরশেদ)। শিক্ষার্ধীদেরকে উইকিপিডিয়াসহ বিভিন্ন উইকিমিডিয়া প্রকল্প সম্পর্কে ধারণা দেয়া হয় এবং বাংলা উইকিপিডিয়ায় অবদান রাখার উপায় জানানো হয়।সুধীআজ স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ-এ উইকিমিডিয়া বাংলাদেশের আয়োজনে বাংলা উইকিপিডিয়ার উপর একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রায় ৪০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এছাড়া বিশ্ববিদ্যালয়টির ৩ জন শিক্ষকও উপস্থিত ছিলেন।কর্মশালায় উপস্থিত বিশিষ্ট লেখক এবং বিশ্ববিদ্যালয়টির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রধান মুজতবা আহমেদ মুর্শেদ তাঁর রচিত সকল গ্রন্থ উইকিসংকলনে প্রকাশের জন্য কপিরাইট মুক্ত করে দেন।কর্মশালার ছবিঃ https://commons.wikimedia.org/wiki/Category:Workshop_at_State_UniversityTanweer
_______________________________________________
Wikipedia-BN mailing list
Wikipedia-BN@lists.wikimedia.org
https://lists.wikimedia.org/mailman/listinfo/wikipedia-bn