সবাইকে অনেক অভিনন্দন। ২০০৬ সালে আমরা যখন জোরেশোরে বাংলা উইকির উপরে কাজ শুরু করি, তখন সেখানে মাত্র ৫০০টি স্টাব ছিলো। আজ আমরা অনেক দূরে এসেছি।
তবে এর পাশাপাশি আরেকটা কথা বলে রাখি, ৫০০০০ ভুক্তি থাকা ভালো, তবে আরো ভালো হবে যদি ৫০ হাজারটি পূর্ণাঙ্গ নিবন্ধ পাই আমরা। সেজন্য সংখ্যার পিছনে না ছুটে মানের উন্নয়নের দিকে নজর আরো বাড়াতে হবে। কারণ যে কেউ বট স্ক্রিপ্ট লিখে রাতারাতি ১ লাখ ভুক্তি তৈরী করে রাখতে পারে, কিন্তু ১০০০টি ভালো মানের নিবন্ধ তৈরী করতে আরো সময় লাগে, তবে দীর্ঘ মেয়াদে এই ১০০০টি নিবন্ধের গুরুত্ব অনেক অনেক বেশি। তাই আসুন, আমরা বরং টার্গেট ঠিক করি, এই ৫০,০০০ ভুক্তির মধ্যে অন্তত ১০০০টি "ভালো নিবন্ধ" মানের নিবন্ধ তৈরী করবো।
ভালো থাকুন উইকিঅভিযাত্রীরা সবাই।