সকলের জ্ঞাতার্থে, আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ডঃ তপোধীর ভট্টাচার্য তাঁর পাঁচটি
বইয়ের কপিরাইট ক্রিয়েটিভ কমন্স অ্যাট্রিবিউশন শেয়ার অ্যালাইক ৪.০
আন্তর্জাতিক লাইসেন্সে মুক্ত করেছেন। এই বইগুলি উইকিমিডিয়া কমন্সে আপলোড
করা হয়েছে এবং ইংরেজি ও বাংলা উইকিসংকলনে কাজ শুরু হয়েছে। ডঃ তন্ময় বীর ও জয়ন্ত নাথকে এই কাজে অগ্রণী ভূমিকা নেওয়ার জন্য অশেষ অভিনন্দন।