বুধবার রাত দশটার দিকে ৮৯২ টি নিবন্ধ বাকি ছিলো। ভালই এগোচ্ছে। সবারই এগিয়ে আশা উচিত। 

On Fri, Dec 11, 2020, 2:32 PM Rocky Masum <masum.ru.apee@gmail.com> wrote:
সুধী,

শুভেচ্ছা নিবেন।
আপনারা নিশ্চয় অবগত আছেন আমরা বাংলা উইকিপিডিয়ার ১ লক্ষ মাইল ফলক অর্জনের দ্বারপ্রান্তে। ঠিক এই মুহূর্তে নিবন্ধ সংখ্যা ৯৯,২০০+, আর প্রায় ৮ শত নিবন্ধ তৈরি হলেই আমরা ১ লক্ষ নিবন্ধের কাঙ্ক্ষিত মাইল ফলকে পৌঁছাতে পারব। আশা করি সবাই অন্তত একটি নিবন্ধ তৈরি করে এটিকে আরও বেগবান করবেন। আশা করা যায়, এই মাস বা জানুয়ারিতে অভিস্ট লক্ষ্য অর্জিত হবে। এছাড়া আগামী ১৫ জানুয়ারি উইকিপিডিয়ার ২০ বছর পূর্তি হবে।  

আসন্ন ২ টি বড় অর্জন উদযাপন করতে উইকিমিডিয়া বাংলাদেশ কিছু উদ্যোগ নিতে চায়। এজন্য উইকিমিডিয়া বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের সবার কাছে থেকে পরামর্শ, মতামত বা পরিকল্পনা আহ্বান করছি। যাতে আমরা বিশেষভাবে এটি উদযাপন করতে পারি। উল্লেখ্য বর্তমান কোভিড-১৯ বা করোনা ভাইরাস মহামারীর কারনে সকল প্রকারের অফলাইন কার্যক্রম নিরুৎসাহিত করা হচ্ছে।  

সবাইকে আগাম ধন্যবাদ ও অভিনন্দন। 
   

Best Regards, 

Masum-al-Hasan Rocky 

EC Member, Wikimedia Bangladesh 

User Name: RockyMasum

Email: masum@wikimedia.org.bd

Web: www.wikimedia.org.bd 

_______________________________________________
Wikipedia-BN মেইলিং লিস্ট
Wikipedia-BN@lists.wikimedia.org
https://lists.wikimedia.org/mailman/listinfo/wikipedia-bn