সুধী,
আগামী ২৭শে নভেম্বর শুক্রবার বিকেল ৪টা থেকে আমরা বাংলা উইকিপিডিয়ানরা বাংলাদেশ ওপেনসোর্স নেটওয়ার্কের অফিসে আড্ডা দেব[1]। মূল উদ্দেশ্য হলো উইকিপিডিয়ার ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা এবং বাংলা উইকিপিডিয়ার ভালো নিবন্ধগুলো পর্যালোচনা করা। যেহেতু নিবন্ধ পর্যালোচনাও করবো সেহেতু সাথে আপনার ল্যাপটপ নিয়ে আসতে ভুলবেন না। আড্ডাটি উন্মুক্ত, আপনিও চলে আসতে পারেন :)
স্থানঃ বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক, শেলটেক নিরিবিলি, ২০১০/২ (দ্বিতীয় তলা), কাটাবন, ঢাকা-১২০৫
গুগল ম্যাপে অবস্থানঃ http://buff.ly/1MxmOiD
তারিখঃ ২৭শে নভেম্বর, শুক্রবার বিকেল ৪টা থেকে ৬টা
যোগাযোগঃ নাহিদ (01725003744), তানভির (01703561098)
ধন্যবাদ