রাজশাহী উইকিপিডিয়া কমিউনিটি উইকিমিডিয়া বাংলাদেশ ফাউন্ডেশান এর সহযোগিতায় গত ১৭ মার্চ একটি কর্মশালার আয়োজন করে। যেটা ছিলো শুধুমাত্র নারীদের জন্য।
এবারকার উইকিপিডিয়া ওয়ার্কশপের জন্য ইচ্ছে করেই কাওকে ব্যক্তিগতভাবে জানিয়ে নিয়ে আসিনি। ৯ জন এর মতো আগ্রহী মেয়ে আসছিলো যাদের মধ্যে সবাই ই প্রায় বাংলা লিখতে পারে এবং উইকিপিডিয়ায় অবদান রাখতে ইচ্ছুক। আশা করা যায় এদের মধ্যে পরবর্তিতে প্রায় সবাইকেই পাওয়া যাবে। এছাড়াও মোট ২৫ জন এর মতো উপস্থিতি ছিলো সব মিলিয়ে।
ধন্যবাদ মাসুম আল-হাসান রকি এবং এম এন নাহিদ কে। এছাড়াও টেক্সল্যাব এর আন্তরিক সহযোগিতাও ছিলো এই কর্মশালার জন্য, টেক্সল্যাব কে তাই আলাদাভাবে ধন্যবাদ জানাতেই হয়।