প্রিয় সুধী,

পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলা উইকিপিডিয়ায় ইসলাম বিষয়ক নিবন্ধের সংখ্যা বৃদ্ধি এবং মান উন্নয়নের উদ্দেশ্যে ইসলাম বিষয়ক এডিটাথন ২০২০ আয়োজন করা হয়েছে। যা পহেলা রমজান থেকে শেষ রমজান পর্যন্ত চলবে।

এই এডিটাথনে অংশগ্রহণ করতে এখানে আপনার ব্যবহারকারী নাম নথিভুক্ত করুন।

এই এডিটাথনের মূল পাতাটি পাওয়া যাবে এখানে: https://bn.wikipedia.org/s/f89t

এডিটাথনে তৈরি ও সম্প্রসারণের উদ্দেশ্যে করা নিবন্ধের তালিকা পাওয়া যাবে এখানে: https://w.wiki/N$G

এডিটাথনে অংশগ্রহণ, নিবন্ধ তৈরি ও জমাদান বিষয়ে এডিটাথনের মূলপাতায় সুন্দরভাবে স্বল্প কথায় ব্যাখ্যা করা হয়েছে। এছাড়াও সকল প্রকার সাহায্যের জন্য এডিটাথনের আলোচনা পাতায় যে-কোনো জিজ্ঞাসায় স্বাগতম।

সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। পবিত্র রমজানের সিয়াম সাধনায় সিগ্ধ হোক সকলের দেহ ও মন। আল্লাহপাক আমাদের সকলকে পবিত্র রমজানের সংযম শিক্ষা আমাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় কাজে প্রয়োগ করার তাওফীক দিন। আমিন।


ঘরে থাকুন; সুস্থ থাকুন; নিরাপদে থাকুন।


ধন্যবাদ

জনি