প্রিয় সবাই,
আশাকরি সবাই ভালো আছেন। আপনারা জানেন বর্তমান পরিস্থিতিতে উইকিমিডিয়া বাংলাদেশের সব অফলাইন কার্যক্রম আপাতত বন্ধ আছে। তবে আমরা উইকিমিডিয়া প্রকল্পের উন্নতিকল্পে আমাদের অনলাইন কার্যক্রম পরিচালনা অব্যাহত রেখেছি।
এরই ধারাবাহিকতায় আগামী সোমবার ১ জুন থেকে প্রাকৃতিক সংরক্ষিত অঞ্চলের ছবি নিয়ে আন্তর্জাতিক ছবি প্রতিযোগিতা ‘উইকি
লাভস আর্থ ২০২০’ বাংলাদেশে শুরু হচ্ছে। চলবে আগামী ৩০ জুন পর্যন্ত। এটি আমাদের এ আয়োজনের চতুর্থ
বছর।
ধন্যবাদ
Nahid Sultan
Secretary, Wikimedia Bangladesh
_______________________________________________Wikipedia-BN মেইলিং লিস্টWikipedia-BN@lists.wikimedia.orghttps://lists.wikimedia.org/mailman/listinfo/wikipedia-bn