প্রিয় সবাই,
শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আমাদের সক্রিয় উইকিপিডিয়ান এবং উইকিমিডিয়া বাংলাদেশের অপারেশন কমিটির সদস্য আফিফা আফরিন (User:Afifa_Afrin) আগামী ৩-৫ নভেম্বর সুইডেনে অনুষ্ঠেয় উইকিমিডিয়া ডাইভার্সিটি সম্মেলন ২০১৭ যোগ দিচ্ছে। আগামীকাল ভোরের ফ্লাইটে সুইডেনের উদ্দেশ্যে
রওয়ানা দেবে আফিফা।
আফিফার জন্য শুভকামনা।
হাছিব
--
Nurunnaby Chowdhury (Hasive) :: নুরুন্নবী চৌধুরী (হাছিব)