সুধী,
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে উইকিমিডিয়া বাংলাদেশের আয়োজনে আজ ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহীতে উইকিপিডিয়ানরা উন্মুক্ত স্থানে ব্যানার নিয়ে দাঁড়িয়ে বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধির আহবান জানান।

# প্রতি বছরের ন্যায় ঢাকার সমাবেশটি অনুষ্ঠিত হয়, বিকাল ৫টায় একুশে বইমেলার গেটের সামনে। এতে কলকাতার উইকিপিডিয়ান তন্ময় বীরসহ মোট ২০জন উপস্থিত ছিলেন। ঐতিহাসিক রীতি অনুযায়ী, আইসক্রীম খাওয়ার মধ্য দিয়ে সমাবেশ সমাপ্ত হয় ;)
ছবি: https://commons.wikimedia.org/wiki/Category:Wiki_gathering_at_Ekushey_Book_Fair_2016

# প্রথমবারের মত অনুষ্ঠিত চট্টগ্রামের সমাবেশটি সকাল ১০টায় চট্টগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অনুষ্ঠিত হয়।উইকিমিডিয়া বাংলাদেশের সহযোগিতায় এটি আয়োজন করে চট্টগ্রাম উইকিপিডিয়া সম্প্রদায়। এতে চট্টগ্রামের ১৫ জন উইকিপিডিয়ান উপস্থিত ছিলেন। 
ছবি: https://commons.wikimedia.org/wiki/Category:Ekushey_Wiki_gathering_in_Rajshahi,_2016

# প্রথমবারের মত রাজশাহীর সমাবেশটি সকাল ৯টায় রাজশাহী কলেজ গেটে অনুষ্ঠিত হয়। উইকিমিডিয়া বাংলাদেশের সহযোগিতায় এটি আয়োজন করে রাজশাহী উইকিপিডিয়া সম্প্রদায়। এতে রাজশাহীর ১০ জন উইকিপিডিয়ান উপস্থিত ছিলেন। সমাবেশের পর অগ্রহীদের নিয়ে তারা একটি ১ ঘন্টার ছোট কর্মশালার আয়োজন করেন। যেখানে উইকিপিডিয়ায় অবদান রাখার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। 
সমাবেশের ছবি: https://commons.wikimedia.org/wiki/Category:Ekushey_Wiki_gathering_in_Chittagong,_2016
কর্মশালার ছবি: https://commons.wikimedia.org/wiki/Category:Wikipedia_Workshop_in_Rajshahi_Feb_2016

ধন্যবাদ।

---

Nahid Sultan
User:NahidSultan on all Wikimedia Foundation's public wikis

Facebook | Nahid Sultan
Twitter | @nahidunlimited