প্রিয় সুধী, 


শুভেচ্ছা জানবেন। আপনারা নিশ্চয় অবগত আছেন ২০১৮ সালে বাংলা উইকিভ্রমণ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। উইকিভ্রমণ স্বেচ্ছাসেবক লেখকদের দ্বারা লিখিত ভ্রমণের গন্তব্য ও বিষয়গুলোর জন্য বিনামূল্যের ওয়েবভিত্তিক ভ্রমণ নির্দেশিকা। উইকিভ্রমণকে "ভ্রমণ নির্দেশনার উইকিপিডিয়া" বলা হয়ে থাকে। 


বাংলা উইকিভ্রমণ যাত্রা শুরু করার প্রায় ৫ বছর পেড়িয়ে গেলেও এটি নিয়ে এখন পর্যন্ত কোন কর্মশালা বা অফ-উইকি কার্যক্রম হয়নি। ফলে অনেকেরই এটি সম্পর্কে ভালো ধারণা নেই। উইকিভ্রমণ সম্পর্কে সচেতনতা তৈরি করতে এবং কীভাবে সম্পাদনা করতে হয় তা জানতে আগামী ১৩মে বাংলাদেশ সময় রাত ৮-৯ টা এবং ভারতীয় সময় ৭:৩০-৮:৩০ টায় প্রথমবারের মত উইকিভ্রমণ নিয়ে কর্মশালার আয়োজন করা হয়েছে। কর্মশালাটি পরিচালনা করবেন উইকিমিডিয়ান রঙ্গন দত্ত। কর্মশালাটি অনলাইনে জুম প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। অনলাইনে আয়োজিত এই কর্মশালাটি সকলের অন্য উন্মুক্ত। বিস্তারিত দেখুন এখানে। 


কর্মশালা সম্পর্কে কোন জিজ্ঞাসা থাকলে নির্দ্বিধায় এখানে জানাতে পারেন। 


ধন্যবাদ,

রকি