সুধী,
২০০১ সালের ১৫ই জানুয়ারি মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়ার ইংরেজি সংস্করণটি চালু হয়। দিনটিকে সারা পৃথিবীর উইকিপিডিয়ানরা ‘উইকিপিডিয়া দিবস’ হিসেবে উদযাপন করে থাকেন। বাংলাদেশে ‘উইকিমিডিয়া বাংলাদেশের’ উদ্যোগে বিভিন্ন স্থানে স্থানীয় উইকিপিডিয়ানরা দিনটি উদযাপন করবেন। এই আড্ডায় আপনিও আমন্ত্রিত। কোন নিবন্ধনের প্রয়োজন নেই।

ফেইসবুক ইভেন্ট পেইজ: https://www.facebook.com/events/1329923973751042/ 

ঢাকা: 
স্থান: বাংলাদেশ ওপেনসোর্স নেটওয়ার্ক-এর অফিস, শেলটেক নিরিবিলি, ২১০/২ (দ্বিতীয় তলা), নিউ এলিফ্যান্ট রোড, কাটাবন, ঢাকা-১২০৫
সময়: ১৫ই জানুয়ারি (বিকাল ৪টা থেকে ৬টা পর্যন্ত)
যোগাযোগ: নাহিদ সুলতান (০১৯১৬০১৩০০৮)
বিস্তারিত: https://bd.wikimedia.org/s/sm

চট্টগ্রাম:
স্থান: হাইজিন কুইজিন, বাড়ি #২৩ (দ্বিতীয় তলা), সড়ক ৩, গেট ৮, ব্লক কে, হালিশহর
সময়: ১৫ই জানুয়ারি (বিকাল ৪টা থেকে ৬টা পর্যন্ত)
যোগাযোগ: মহীন রীয়াদ (০১৭২৩৫০২৭৫০)
বিস্তারিত: https://bd.wikimedia.org/s/su

রাজশাহী:
স্থান: রাজশাহী কলেজ প্রাঙ্গণ
সময়: ১৫ই জানুয়ারি (বিকাল ৪টা থেকে ৬টা পর্যন্ত)
যোগাযোগ: নাহিদ হোসেন (০১৭২৮ ৩২ ২৬ ০১)
বিস্তারিত: https://bd.wikimedia.org/s/sn

সিলেট:
স্থান: মুরারিচাঁদ কলেজ প্রাঙ্গণ
সময়: ১৫ই জানুয়ারি (বিকাল ৪টা থেকে ৬টা পর্যন্ত)
যোগাযোগ: আশিক শাওন (০১৮১৩৭৮৮৫৩৮)
বিস্তারিত: https://bd.wikimedia.org/s/t0

ধন্যবাদ।