প্রিয় সবাই,


আশা করি ভালো আছেন। আপনাদের জ্ঞাতার্থে জানাতে চাই ‘‘বাংলার প্রেমে উইকি ২০২৪’’ প্রতিযোগিতায় এখন পর্যন্ত বেশ ভালো সাড়া গিয়েছে, প্রায় ১৬০০+ ছবি এখন পর্যন্ত আপলোড হয়েছে এবং প্রতিযোগিতা শেষ হতে আরও ২ দিন বাকি আছে। আশা করছি শেষ ২ দিনে আরও বেশ কিছু ছবি পাওয়া যাবে। আপনার কাছে যদি এই প্রতিযোগিতায় জন্য প্রতিযোগিতার জন্য ছবি তোলার পরিকল্পনা থাকে বা আপলোড করার মত ছবি আপনার কাছে থাকে, আশা করি নির্দিষ্ট সময় অর্থাৎ আগামী ১৪ তারিখের মধ্যে তা প্রতিযোগিতায় আপলোড করবেন। 


প্রতিযোগিতা সম্পর্কিত কোন জিজ্ঞাসা থাকলে আমাকে বা আয়োজকদের কাউকে নির্দ্বিধায় করতে পারেন। 


ধন্যবাদ,

মাসুম আল হাসান রকি
সমন্বয়ক, বাংলার প্রেমে উইকি-২০২৪