সম্প্রতি মার্কিন হাউজ অফ রিপ্রেজেন্টেটিভ প্রস্তাবিত স্টপ অনলাইন পাইরেসি অ্যাক্ট বা সোপা এবং সিনেটে প্রস্তাবিত প্রটেক্টটিপ বা পিপা আইন পাসের বিপক্ষে প্রতিবাদ জানাতে ইংরেজি উইকিপিডিয়া তাঁর সকল কার্যক্রম আগামীকাল, ১৮ জানুয়ারি, এক দিনের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে [১]। এ বিষয়ে বিস্তারিত জানতে পারবেন উইকিমিডিয়া ফাউন্ডেশনের অফিসিয়াল প্রেস বিজ্ঞপ্তিতে [২]। উল্লেখ্য এরকম বিরূপ আইনের বিরূদ্ধে এমন প্রতিবাদ এটিই প্রথম নয়। এর আগে গত বছরের অক্টোবরে ইতালীয় সরকারের প্রস্তাবিত এরকম বিরূপ আইনের বিরূদ্ধে প্রতিবাদ জানাতে ইতালীয় উইকিপিডিয়া প্রায় ৪৮ ঘণ্টা তাদের সকল কার্যক্রম বন্ধ রাখে।

তানভির

[১] http://en.wikipedia.org/wiki/Wikipedia:SOPA_initiative/Action
[২] http://wikimediafoundation.org/wiki/Press_releases/English_Wikipedia_to_go_dark