আড্ডায় অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ। রাজশাহী সম্প্রদায়ের কার্যক্রম ক্রমেই বিস্তৃত হচ্ছে, তার নিদর্শন এই মিটআআপ। গৌতম স্যরকে ধন্যবাদ উপস্থিত থেকে সবাইকে অনুপ্রাণিত করার জন্য।


On Tuesday, November 29, 2016, Nahid Sultan <nahid@wikimedia.org.bd> wrote:
> রাজশাহী উইকিপিডিয়া সম্প্রদায়কে ধন্যবাদ আড্ডাটি আয়োজনের জন্য। আড্ডাটি আয়োজনে  যারা শ্রম দিয়েছেন তাদেরকেও ধন্যবাদ। বিশেষভাবে, নাহিদ ভাই, মাসুম ভাই ও মুসফিক ভাইকে। এমন আড্ডার মাধ্যমে রাজশাহী থেকে আরও বেশি সক্রিয় উইকিপিডিয়ান তৈরি হবে বলে আশা করি :) 
>
> Nahid Sultan
>
> User:NahidSultan on all Wikimedia Foundation's public wikis
>
> Secretary, Wikimedia Bangladesh
>
> Twitter: @nahidunlimited
>
> http://blog.nahidsultan.xyz/
>
> ________________________________
> From: Wikipedia-BN <wikipedia-bn-bounces@lists.wikimedia.org> on behalf of Nahid Hossain <nahid.rajbd09@gmail.com>
> Sent: Tuesday, November 29, 2016 1:16 AM
> To: Bangla Wikipedia
> Subject: [Wikipedia-BN] রাজশাহী উইকিপিডিয়ানদের সাধারণ সভা, নভেম্বর ২০১৬
>  
> আজকে রাজশাহী উইকিপিডিয়ানদের সাধারন সভা, নভেম্বর ২০১৬ শিরোনামে মিটাপ অনুষ্ঠিত হয়েছে। আর ৮-১০ টা মিটাপ এর মতো এখানেও প্রাথমিকভাবে বিভিন্ন কমন এজেন্ডা নিয়ে আলোচনা হয়েছে। তাই সেসব বিষয়ে আর বলছিনা। সোজাসুজি পয়েন্ট এ চলে আসি। আর ১০ টা উইকিপিডিয়ান মিটাপ এর চাইতে এখানকার বেশ কিছু বৈশিষ্ট্য আছে যা আমার কাছে স্মরনীয় করে রাখার জন্য যথেষ্ট।
>
> ১. রাজশাহীতে এর আগে যত মিটাপ বা এরকম গ্যাদারিং করেছি তার সবগুলোই ঘাষের উপরে, মাঠের ভিতরে বা ক্যাফেটেরিয়া এর বারান্দায় বসে করেছি। এবার ই প্রথম পদ্মা পাড়ের এক রেস্টুরেন্ট এর রুফটপে মিটাপ করলাম।
>
> ২. এর আগের মিটাপ গুলোতে প্রায় ৫০% পার্টিসিপ্যান্ট ই আসতো ফোন কলের মাধ্যমে জেনে। কিন্তু এবার শুধুমাত্র ফেসবুক প্রচারনা এবং মেসেঞ্জার এর জানানোর মাধ্যমে ৩৩ জন পার্টিসিপ্যান্ট হয়েছে। যার মধ্যে নতুন বেশ কিছু ভালো লিখিয়ে পেয়েছি যারা উইকিপিডিয়া এর নিবন্ধিত সদস্য নয়।
>
> ৩. আমাদের সাথে যুক্ত হয়েছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় এর শিক্ষক গৌতম স্যার। স্যার এর উইকিপিডিয়া অভিজ্ঞতার কথা শুনে খুবই অবাক হয়েছি। স্যার ২০১০ সালের একজন একটিভ উইকিপিডিয়ান। মাঝখানে প্রায় স্তিমিত অবস্থায় ছিলেন, এখন আবার নতুন করে কাজ শুরু করেছেন।
>
> আজকের এই মিটাপ এ সবার মধ্যে মতবিনিময় ই বেশি হয়েছে। যারা নতুন আসছে, তারা কিভাবে ভাবছে এবং যারা নতুন ‍শুরু করেছে তাদের ক্ষেত্রে কি ধরনের সমস্যা ফেস করতে হচ্ছে তা নিয়ে সবাই প্রায় স্বল্প কথায় মতামত দেয়। রিফ্রেশমেন্ট পরবর্তি যথারিতি ক্যাজুয়্যাল আড্ডা জমেছিলো রেস্টুরেন্ট এর নিচে ফাঁকা জায়গাতে, এবারকার উৎফুল্লতা অফলাইন কার্যক্রম এর আসল স্বার্থকতা বলে মনে হয়েছে।
>
> মিটাপ এর সম্পর্কিত পাতাটি আছে এখানে। আর মিটাপ এর সকল ছবি পাওয়া যাবে এই ক্যাটাগরিতে।
>

--
Regards,
Tanweer