দেখতে পেলাম বোধিসত্ত্ব পরামর্শদাতা হিসেবে আছেন। ফলে অনুরোধকৃত ১৭ হাজার ৪১৮ মার্কিন ডলার ঠিকমত ব্যয় হয়েছে কিনা তা তিনি নজর রাখবে বলেই আমার বিশ্বাস।
তবে দেখতে পেলাম এই প্রকল্পের আওতায় মাত্র ১৫০টি নিবন্ধ তৈরির কথা বলা হয়েছে। এই প্রকল্পের সিংহভাগ দেখতে পেলাম বাঙালি, ফলে ১৫০টি নিবন্ধ অতি কম বলে মনে করি। গতবছর আপনি একাই ১০০+ রচনা করেছিলেন। এবার তো সকলে মিলে এই সংখ্যা কমপক্ষে ৫০০ হওয়া উচিত (অনুবাদ করলেই হল! হ্যাঁ আমি বুঝতে পারছি আপনারা ৫০০ প্রজাতির ছবি তুলবেন না। তবে পশ্চিমবঙ্গের বহু প্রজাতির নিবন্ধ অন্য উইকিতে আছে কিন্তু বাংলায় নেই। সেগুলির ছবি না তুললেও সেগুলি অনুবাদ করে তৈরি করতে কোন বাধা নেই কিন্তু)। আপনি বাদে অন্যরা যদি বাংলা উইকিতে নিবন্ধ রচনায় আগ্রহী না হয়, এত বড় প্রকল্পে যদি তারা কেবল ছবি তুলেই তাঁদের দায়িত্ব শেষ করে তবে তা হবে দুঃখজনক আমার মতে।
ধন্যবাদ।