সুধী,

ঢাকার উইকিপিডিয়া সমাবেশে বিকাল ৪:০০ টায় আমরা শাহবাগের সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগার (পাবলিক লাইব্রেরি)-এর সামনে মিলিত হব। এটি বাংলাদেশ জাতীয় জাদুঘরের পাশেই অবস্থিত (বর্তমানে পুনর্নিমাণ কাজ চলছে)। বিস্তারিত - https://bd.wikimedia.org/s/2c2

ধন্যবাদ।
---
Shabab Mustafa


On Tue, 21 Feb 2023 at 02:01, Tanvir Rahman <tanvir.rahman@wikimedia.org.bd> wrote:
সুধী,

আপনাদের মনে করিয়ে দিতে চাই যে, আজকে, আর কয়েক ঘণ্টার মধ্যেই বাংলাদেশের ৬টি স্থানে একুশে বাংলা উইকিপিডিয়া সমাবেশ অনুষ্ঠিত হবে। আপনারা সকলেই আমন্ত্রিত।
  • ঢাকা — বিকাল ৪:০০ – ৫.০০ ঘটিকা; স্থান: শাহবাগ
  • চট্টগ্রাম — সকাল ১১:০০ – ১২:০০ ঘটিকা; স্থান: কেন্দ্রীয় শহীদ মিনার
  • রাজশাহী — বিকাল ৪:০০ – ৫.০০ ঘটিকা; স্থান: মনি চত্বর
  • চাঁদপুর — বিকাল ৩:৩০ – ৫.০০ ঘটিকা; স্থান: পর্যটন এরিয়া, বড় স্টেশন মোলহেড
  • বরিশাল — সকাল ১১:০০ – ১২:০০ ঘটিকা; স্থান: প্রধান ফটক, বরিশাল বিশ্ববিদ্যালয়
  • নেত্রকোণা — বিকাল ৪:০০ – ৬:০০ ঘটিকা; স্থান: বকুলতলা
বিস্তারিত ও আয়োজকদের সম্পর্কে জানতে দেখুন: https://bd.wikimedia.org/s/2c2
আয়োজনের ছবি উইকিমিডিয়া কমন্সে আপলোডের সময় অনুগ্রহ করে [[Category:Ekushey Wiki gathering, 2023]] যোগ করতে ভুলবেন না।

নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট স্থানে উইকিপিডিয়ার ব্যানার হাতে আয়োজকরা অবস্থান করবেন যা আপনাদের সহজেই দৃষ্টিগোচর হবে ও খুঁজে পেতে সাহায্য করবে বলে আমরা আশাবাদী। আয়োজকদের ব্যক্তিগত নিরাপত্তার স্বার্থে আমরা মোবাইল নম্বর শেয়ার করি না। তবে বিস্তারিত জানতে আয়োজকদের ই-মেইল বা বার্তা দিতে পারেন। আমরা যথাসম্ভব দ্রুত উত্তর দিয়ে সাহায্য করার চেষ্টা করবো।

আপনাদের অংশগ্রহণে আয়োজনটি সফল হবে এই প্রত্যাশা রইলো।

তানভির

--

তানভির রহমান

সদস্য, নির্বাহী পরিষদ

উইকিমিডিয়া বাংলাদেশ

tanvir.rahman@wikimedia.org.bd

_______________________________________________
Wikimedia-BD mailing list -- wikimedia-bd@lists.wikimedia.org
To unsubscribe send an email to wikimedia-bd-leave@lists.wikimedia.org