সুধী,
খুবই আনন্দের সাথে জানাচ্ছি যে, মুজিব বর্ষের এই মহোপলক্ষে “শেখ মুজিবুর রহমান” নিবন্ধটি বাংলা উইকিপিডিয়ার নবম নির্বাচিত নিবন্ধ হিসেবে মনোনীত হয়েছে। নিবন্ধটি দৈর্ঘ্যের বিচারে বাংলা উইকিপিডিয়ার তৃতীয় দীর্ঘতম নিবন্ধ এবং দীর্ঘতম নির্বাচিত নিবন্ধ।
বাংলা উইকিপিডিয়া ও বাংলায় মুক্তজ্ঞানের চর্চা অব্যাহত হোক।
তানভীর আনজুম আদিব
ব্যবহারকারী:Meghmollar2017