প্রিয় সুধী, 

উইকিমিডিয়া ফাউন্ডেশন জলবায়ু পরিবর্তন সংক্রান্ত একটি কর্মশালা করতে যাচ্ছে। কর্মশালার ভাষা ইংরেজি।  কর্মশালা ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশ সময় রাত ৯ টায় এবং ভারতীয় সময় রাত ৮:৩০ মিনিটে জুমের মাধ্যমে পরিচালিত হবে। আসন সংখ্যা সীমিত (মাত্র ২৫ টি)। আগে আসলে আগে পাবেন ভিত্তিতে নিবন্ধন করা যাবে।বিস্তারিত জানতে দেখুন: Climate workshop – action starts with community.

পুনশ্চ: এটি একটি আন্তর্জাতিক কর্মশালা। শতভাগ নিশ্চিত না হয়ে নাম জমা না দেয়ার অনুরোধ রইল।


শুভেচ্ছাসহ,
রকি