সুধীবৃন্দ,
বাংলার প্রেমে উইকি ২০২৫ আলোকচিত্র প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণা করতে
পেরে আমরা অত্যন্ত আনন্দিত! এবারের প্রতিযোগিতায় *১৯১ জন অংশগ্রহণকারী* অংশ
নিয়ে *১,৮০০টি* অসাধারণ আলোকচিত্র জমা দিয়েছেন—যেগুলোর মাধ্যমে বাংলার পাখির
অপরূপ বৈচিত্র্য ও সৌন্দর্য নিখুঁতভাবে ফুটে উঠেছে।
বিজয়ীদের তাদের অনন্য আলোকচিত্রের জন্য আন্তরিক অভিনন্দন। মুক্ত লাইসেন্সের
আওতায় এই আলোকচিত্রসমূহ প্রকাশের মাধ্যমে তারা জ্ঞান ও সৃজনশীলতার মুক্ত
প্রবাহকে যে জায়গায় পৌঁছে দিয়েছেন, তা নিঃসন্দেহে অনুকরণীয়। এই অবদান
শুধুমাত্র উইকিমিডিয়া কমন্সকেই সমৃদ্ধ করেনি, বরং মুক্ত জ্ঞানের বিস্তারে
রেখেছে গুরুত্বপূর্ণ ভূমিকা।
উল্লেখযোগ্যভাবে, প্রতিযোগিতায় মোট ৪২৩টি পাখির বিষয়শ্রেণিতে ছবি জমা
পড়েছে—যা বঙ্গ অঞ্চলের পাখির বৈচিত্র্য নথিভুক্তির এক গুরুত্বপূর্ণ মাইলফলক।
এছাড়াও, জমা পড়া আলোকচিত্রের মধ্য থেকে এখন পর্যন্ত ১২+ নির্বাচিত ছবি, ১৯৭+
মানসম্পন্ন ছবি, এবং ১টি মূল্যবান চিত্রের স্বীকৃতি পেয়েছে——যা এই
প্রতিযোগিতার উৎকর্ষ ও গুণগত মানের দৃষ্টান্ত।
এই আয়োজন বাস্তবায়নে যারা অংশ নিয়েছেন, সহায়তা করেছেন, কিংবা পর্দার
আড়ালে থেকে নিরলস পরিশ্রম করেছেন—সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।
বিজয়ী আলোকচিত্রগুলো দেখতে এখানে ক্লিক করুন »
<https://commons.wikimedia.org/wiki/Commons:Wiki_Loves_Bangla_2025/Winners>
শুভেচ্ছান্তে,
মহীন
বাংলার প্রেমে উইকি আয়োজক দলের পক্ষে
wikilovesbangla.org
_______________________________________________
wikipedia-bn mailing list
To unsubscribe send an email to wikipedia-bn-leave(a)lists.wikimedia.org