প্রিয় সবাই,
আসসালামু আলাইকুম।
আগামী *২ জুলাই বুধবার*, রাত *৮:৩০ থেকে ৯:৩০* পর্যন্ত *উইকিঅভিধান সম্পাদনা
বিষয়ক একটি অনলাইন কর্মশালা* অনুষ্ঠিত হবে। উক্ত কর্মশালায় অংশগ্রহণের জন্য
আপনাদের সবাইকে আমন্ত্রণ জানানো হচ্ছে।
📌 *কর্মশালার তথ্য:*
*তারিখ:* বুধবার, ২ জুলাই ২০২৫
*সময়:* রাত ৮:৩০ – ৯:৩০ (বাংলাদেশ সময়)
*প্ল্যাটফর্ম:* Google Meet
*যোগদানের লিংক:* https://meet.google.com/yaw-xqdz-rkq
*নোট:* কর্মশালাটি রেকর্ড করা হবে।
উল্লেখ্য, *১ জুলাই অর্থাৎ আজ মধ্যরাত থেকে শুরু হচ্ছে ‘উইকিঅভিধান ভুক্তি
প্রতিযোগিতা ২০২৫
<https://d775b68b.streaklinks.com/Ce-YeeyU1DJEGf7WMgYMWOcf/https%3A%2F%2Fw.w…>’*,
যেখানে অংশগ্রহণকারীদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার। প্রতিযোগিতা চলাকালীন
আপনার জ্ঞান ও সম্পাদনায় সমৃদ্ধ হোক বাংলা উইকিঅভিধান।
অংশগ্রহণের মাধ্যমে কর্মশালাটি এবং প্রতিযোগিতাটি সফল করতে অনুরোধ রইলো।
[image: photo_6275820657346462578_w.jpg]
ধন্যবাদান্তে,
মুহাম্মদ ইয়াহিয়া
ᐧ
সুধী,
রাজশাহী উইকিমিডিয়া সম্প্রদায়ের উদ্যোগে আগামী ২৮ জুন শনিবার রাজশাহীর বিভাগীয়
সরকারি গণগ্রন্থাগারে দিনব্যাপী একটি সম্পাদনাসভার আয়োজন করা হয়েছে। উক্ত
সম্পাদনাসভায় সবার অংশগ্রহণ কামনা করছি।
সম্পাদনাসভার বিস্তারিত এখানে পাবেন:
https://bd.m.wikimedia.org/wiki/কার্যক্রম:বাংলা_উইকিপিডিয়া_সম্পাদনাসভা,_জু…
স্থান: বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার, রাজশাহী
তারিখ ও সময়: ২৮ জুন, শনিবার, সকাল ১০.০০ টা
উল্লেখ্য, রাজশাহী বিভাগের অন্যান্য জেলা থেকে যারা এই সম্পদনাসভায় অংশগ্রহণ
করতে আসবেন, বিবেচনা সাপেক্ষে তাদের যাতায়াতের খরচ প্রদান করা হবে।
আমন্ত্রণে,
মো. তাহমিদ হোসেন
প্রধান সমন্বয়ক, রাজশাহী উইকিমিডিয়া সম্প্রদায়
সুপ্রিয় সুধী,
ঢাকা উইকিমিডিয়া সম্প্রদায়ের উদ্যোগে আগামী ২৭ জুন ২০২৫ তারিখে ঢাকাস্থ
উইকিমিডিয়া বাংলাদেশের কার্যালয়ে একটি উইকিপিডিয়া মিটআপের আয়োজন করা
হয়েছে। এই মিটআপ সকলের জন্য উন্মুক্ত ও অংশ নেওয়ার জন্য আপনিও আমন্ত্রিত।
মিটআপের কার্যবিবরণী ও অংশগ্রহণের প্রয়োজনীয় তথ্য এই পাতায়
<https://bd.wikimedia.org/s/4c1> পাওয়া যাবে।
ধন্যবাদ,
--
[image: Dhaka_Wikimedia_Community_logo-vertical-bn.svg.png]
*শাকিল হোসেন*
সহ-সমন্বয়ক
ঢাকা উইকিমিডিয়া সম্প্রদায়
shakil(a)bnwp.org
সুধী,
উইকিমিডিয়া বিশ্বের বিভিন্ন সংবাদ, প্রবন্ধ, অভিজ্ঞতা নিয়ে বাংলা ভাষার অনলাইন সাময়িকী উইকিবার্তার পরবর্তী সংখ্যার জন্য লেখা আহ্বান করা হচ্ছে।
যেসব বিষয়ে লেখা জমা দিতে পারেন:
উইকিমিডিয়ার যেকোনো প্রকল্প নিয়ে লেখা
* প্রবন্ধ
* সংবাদ
* প্রতিযোগিতা নিয়ে অভিজ্ঞতা
* উইকি স্মৃতিচারণ
* উইকি কার্যক্রম নিয়ে অভিজ্ঞতা
যাচাই-বাছাই শেষে আপনার লেখা প্রকাশিত হবে উইকিবার্তার পরবর্তী সংখ্যায়।
লেখার সাথে যেসব তথ্য যুক্ত করবেন
- আপনার নাম ও উইকিমিডিয়া ব্যবহারকারী নাম (যদি থাকে)
- লেখার বিষয়বস্তুর সাথে প্রাসঙ্গিক ছবি ও ক্যাপশনসহ ছবির লিঙ্ক (যথাযথ লাইসেন্সের https://bn.wikipedia.org/s/f6l অধীন)
- Google docs ফাইল আকারে লেখা জমা দেওয়ার অনুরোধ করা হচ্ছে
ন্যূনতম ৩০০ শব্দের মধ্যে লেখা পাঠানোর শেষ তারিখ: ২৫ জুন, ২০২৫
লেখা পাঠাবার ঠিকানা: wikibarta(a)wikimedia.org.bd
উল্লেখ্য, লেখা পাঠাতে পারবেন যেকোনো সময়েই। প্রকাশিতব্য পরবর্তী সংখ্যার জন্য সেই লেখা বিবেচিত হবে।
সর্বশেষ সংখ্যা পড়তে পারবেন এখানে: https://wikibarta.wikimedia.org.bd/issue/february-2024/
ধন্যবাদান্তে
রিয়াজ
সহ-সম্পাদক, উইকিবার্তা