সুধী,
পশ্চিমবঙ্গ উইকিমিডিয়া ব্যবহারকারী দলের সংবিধানের একটি খসড়া প্রস্তাবনা এখানে। https://meta.wikimedia.org/wiki/West_Bengal_Wikimedians/Constitution প্রকাশ করা হয়েছে। এই বিষয়ে যে কোনো প্রকার আলোচনা ১৫ দিনের জন্য উন্মুক্ত থাকবে আলোচনা করা যাবে এখানে https://meta.wikimedia.org/wiki/Talk:West_Bengal_Wikimedians/Constitution।পশ্চিমবঙ্গ উইকিমিডিয়া ব্যবহারকারী দলের সকল সদস্য ও শুভানুধ্যায়িকে আলোচনায় অংশগ্রহন করার অন্য অনুরোধ করা হচ্ছে। সাথে আমাদের ও উইকিমিডিয়া ফাইন্ডেশনের কোড অব কণ্ডাক্ https://meta.wikimedia.org/wiki/West_Bengal_Wikimedians/Code_of_Conductট গ্রহন করা হয়েছে। যা উইকিমিডিয়া ফাইন্ডেশনের অর্থ সাহায্যে চলা যে অনুষ্ঠানের জন্য বলবৎ থাকবে। এই মেলিং লিস্ট ছাড়াও ব্যবহারকারী দলের সকল ঘোষনা টেলিগ্রামের চ্যানেলেও https://t.me/joinchat/D6l41BT3A7nTGvMikQLPqg করা হবে।
জানুয়ারি ১০, ২০১৯ সাল থেকে অফিশিয়ালি সংবিধান বলবৎ হবে।
ব্যবহারকারী দলের পক্ষে
জয়ন্ত নাথ
wikimedia-in-wb@lists.wikimedia.org