সুধী,

উইকিসংকলনে "বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ: দলিলপত্র" বইয়ের মুদ্রণ সংশোধন প্রতিযোগিতার সাপ্তাহিক সম্বন্বয় সভা হচ্ছে প্রতি শনিবার। সেই মোতাবেক দ্বিতীয় সভার সময় আজ শনিবার, ১৭ ডিসেম্বর ২০২২, রাত ৮:০০ - ৯:০০ (বাংলাদেশ) বা সন্ধ্যে ৭:৩০ - ৮:৩০ (ভারত) বা ১৩:৩০ (ইউটিসি)

সভাটি জুমের মাধ্যমে পরিচালিত হবে। 

মিটিং লিংক — 
https://us02web.zoom.us/j/84945409336

মিটিং আইডি: 849 4540 9336

বৈঠকটি সবার অংশগ্রহণের জন্য উন্মুক্ত এবং অংশগ্রহণকারীদের জন্য বন্ধুত্বপূর্ণ পরিবেশ নীতিমালা প্রযোজ্য থাকবে।

বিস্তারিত — https://bn.wikisource.org/s/hd04

ধন্যবাদ।

— শাবাব ও বোধিসত্ত্ব

On Fri, Dec 9, 2022, 19:35 Bodhisattwa <bodhisattwa.rgkmc@gmail.com> wrote:
সুধী,

সকলের অংশগ্রহণে এগিয়ে চলেছে মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা। প্রতিযোগীদের সুবিধার্থে আয়োজক ও পর্যালোচকদের সাথে সরাসরি কথা বলতে ও প্রতিযোগিতায় অংশগ্রহণের বিষয়ে কোনো সাহায্য ও জিজ্ঞাসার জন্য প্রতিযোগিতা চলাকালীন সময়ে প্রতি সপ্তাহে একটি সমন্বয় সভার আয়োজন করা হয়েছে।

পরবর্তী সভার সময় আগামী শনিবার, ১০ ডিসেম্বর ২০২২, রাত ৮:০০ - ৯:০০ (বাংলাদেশ) বা সন্ধ্যে ৭:৩০ - ৮:৩০ (ভারত) বা ১৩:৩০ (ইউটিসি)

সভাটি জুমের মাধ্যমে পরিচালিত হবে। 

মিটিং লিংক — https://us02web.zoom.us/j/84945409336

মিটিং আইডি: 849 4540 9336

বৈঠকটি সবার অংশগ্রহণের জন্য উন্মুক্ত এবং অংশগ্রহণকারীদের জন্য বন্ধুত্বপূর্ণ পরিবেশ নীতিমালা প্রযোজ্য থাকবে।

বিস্তারিত — https://bn.wikisource.org/s/hd04

ধন্যবাদ।

— শাবাব  (উইকিমিডিয়া বাংলাদেশ) ও বোধিসত্ত্ব (পশ্চিমবঙ্গ উইকিমিডিয়া ব্যবহারকারী দল)

On Wed, 30 Nov 2022 at 19:52, Bodhisattwa <bodhisattwa.rgkmc@gmail.com> wrote:
সুধী,

সকলের জ্ঞাতার্থে, উইকিমিডিয়া বাংলাদেশ চ্যাপ্টার ও পশ্চিমবঙ্গ উইকিমিডিয়া ব্যবহারকারী দলের যৌথ উদ্যোগে আগামী ১লা ডিসেম্বর থেকে ৩১শে ডিসেম্বর পর্যন্ত উইকিসংকলনে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ উপলক্ষে একটি মুদ্রণ সংশোধন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রথম তিন বিজয়ীদের এই দুই সংগঠন থেকে পুরস্কৃত করা হবে।
 বিস্তারিত পাবেন এখানে - https://bn.wikisource.org/s/hd04

এই প্রতিযোগিতায় আমরা বাংলাদেশ সরকার দ্বারা প্রকাশিত "বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র" নামক সিরিজটি নিয়ে কাজ করব। এর ফলে ভবিষ্যতে উইকিপিডিয়ায় এই বিষয়ে ব্যাপক হারে সঠিক তথ্য ও তথ্যসূত্র যোগ করা সম্ভব হবে।

প্রতিযোগিতায় সকলের সক্রিয় অংশগ্রহণ কামনা করি।

বোধিসত্ত্ব
পশ্চিমবঙ্গ উইকিমিডিয়া ব্যবহারকারী দল