সুধী,

 

সকলের অবগতির জন্য জানাই, পাটনা শহরের বিহার বাঙালি সমিতির সাথে একটি গ্ল্যাম প্রকল্প শুরু করার জন্য আমি একটি র‍্যাপিড ফাণ্ডের আবেদন করেছি। এই প্রকল্পের মাধ্যমে বিহার হেরল্ড নামক ব্রিটিশ ভারতে শুরু হওয়া একটি ইংরেজি সাপ্তাহিকীর ডিজিটাইজেশনে কাজ করা হবে। 

 

আবেদনের লিঙ্ক পাবেন এখানে - https://meta.wikimedia.org/wiki/Grants:Programs/Wikimedia_Community_Fund/Rapid_Fund/Dr._Bir/Bihar_Bengalee_Association_GLAM_(ID:_21974356)

 

ধন্যবাদান্তে,

 

ড. তন্ময় বীর