প্রিয় সুধী,

আপনারা হয়তো ইতিমধ্যেই অবগত আছেন যে ছোট উইকিপিডিয়াগুলোতে নতুন অবদানকারী বৃদ্ধি ও নতুন তৈরি ব্যবহারকারীদের কর্মকাণ্ড বৃদ্ধির উদ্দেশ্যে উইকিমিডিয়া ফাউন্ডে্শন একটি প্রকল্প [১] হাতে নিয়েছে। এই প্রকল্পটি সম্পর্কে প্রাথমিক কিছু তথ্য ও প্রশ্নের (FAQ) উত্তর আপনারা পাবেন এর প্রায়শ জিজ্ঞাসিত প্রশ্নের পাতায়। [২] এই প্রকল্পের প্রথম ফোকাস বাংলা উইকিপিডিয়া। বাংলা উইকিপিডিয়ায় ইতিমধ্যেই আমরা এ বিষয় সম্পর্কৃত আলোচনা শুরু করেছি [৩]। এ প্রাথমিক আলোচনায় আমরা বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের কাছ থেকে অত্যন্ত স্বতঃস্ফুর্ত সাড়া পেয়েছি ও ফলাফলস্বরূপ আমরা বেশকিছু সুন্দর আইডিয়াও পেয়েছি্ [৪]। বর্তমানে এই আইডিয়াগুলোর উন্নয়নের জন্য দ্বিতীয় পর্যায়ে আমরা বাংলা উইকিপিডিয়ার অবদানকারী ও ব্যবহারকারীদের কাছ থেকে সুনির্দিষ্ট কিছু প্রশ্নের উত্তর সংগ্রহের কাজ শুরু করেছি [৫]। এই প্রশ্নগুলোর উত্তর প্রাপ্ত আইডিয়াগুলোর সার্বিক উন্নতির পাশাপাশি পরবর্তীতে আমাদের মূল পাইলট পরিকল্পনা সাজাতেও সাহায্য করবে। আপনাদের সবাইকে তাই এই প্রশ্ন-উত্তর কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিতে বিনীত অনুরোধ জানাই। এই প্রশ্নগুলোর মাধ্যমে আমরা আইডিয়াগুলো কৌশলগতভাবে আরও উন্নত ও এর কার্যকর প্রয়োগ নিশ্চিত করতে পারবো বলে আশা রাখি।

যদিও বাংলা উইকিপিডিয়াতেই আমরা প্রশ্নগুলোর উত্তর সংগ্রহ করছি, তবুও আপনাদের মধ্যে যদি কেউ মেইলিং লিস্টে আলোচনায় স্বাচ্ছন্দ্যবোধ করেন, তবে তাঁরা নিঃসঙ্কোচে এখানে তাঁদের মতামত রাখতে পারেন। অথবা ব্যক্তিগতভাবে আমাকে ই-মেইলও করতে পারেন। এ্রছাড়াও এই প্রকল্প সম্পর্কে যে-কোনো জিজ্ঞাসা ও পরামর্শ প্রদানে আপনাকে স্বাগতম জানাই।

আমাদের সকলের প্রচেষ্টা ও অংশগ্রহণে বাংলা উইকিপিডিয়া এগিয়ে যাক।

তানভির


[১] http://meta.wikimedia.org/wiki/Small_Wiki_Editor_Engagement_Project
[২] http://meta.wikimedia.org/wiki/Small_Wiki_Editor_Engagement_Project/Frequently_Asked_Questions
[৩] http://bn.wikipedia.org/wiki/উইকিপিডিয়া_আলোচনা:নতুন_ব্যবহারকারী_তৈরি_ও_কর্মকাণ্ডবৃদ্ধি_প্রকল্প
[৪] http://bn.wikipedia.org/wiki/উইকিপিডিয়া:নতুন_ব্যবহারকারী_তৈরি_ও_কর্মকাণ্ডবৃদ্ধি_প্রকল্প/আলোচনা#overview
[৫] http://bn.wikipedia.org/wiki/উইকিপিডিয়া:নতুন_ব্যবহারকারী_তৈরি_ও_কর্মকাণ্ডবৃদ্ধি_প্রকল্প/আলোচনা#questions

--
তানভির রহমান
কমিউনিটি ফেলো, উইকিমিডিয়া ফাউন্ডেশন