প্রিয় সবাই,

সর্বজনীন আচরণবিধি প্রয়োগ নির্দেশিকা সংশোধন কমিটি সর্বজনীন আচরণবিধির (ইউসিওসি) সংশোধিত খসড়া প্রয়োগ নির্দেশিকা এর ওপর মন্তব্য আহ্বান করছে। এই পর্যালোচনা আগামী ৮ সেপ্টেম্বর ২০২২ থেকে ৮ অক্টোবর ২০২২ পর্যন্ত চলবে।

গত মে থেকে জুলাই পর্যন্ত সম্প্রদায়ের সাথে আলোচনা ও ২০২২ সালের মার্চে অনুষ্ঠিত হওয়া সম্প্রদায় নির্বাচন থেকে পাওয়া ইনপুটের ভিত্তিতে কমিটি যৌথভাবে এই খসড়া নির্দেশিকাটি সংশোধিত করেছে। এই সংশোধনটি নিম্নোক্ত চারটি ক্ষেত্রকে বিবেচনা করে করা হয়েছে:

  1. ইউসিওসি প্রশিক্ষণের ধরণ, উদ্দেশ্য এবং প্রয়োগ চিহ্নিত করা
  2. বিশেষজ্ঞ নন এমন ব্যক্তিদের আরো সহজে অনুবাদ এবং অনুধাবনের জন্য ভাষা সহজ করা
  3. সুবিধা ও অসুবিধাসহ সম্মতির (affirmation) ধারণা সম্পর্কে জানার চেষ্টা করা
  4. অভিযোগকারী ও অভিযুক্তের ব্যক্তিগত গোপনীয়তার ভারসাম্য পর্যালোচনা করা

৮ অক্টোবর ২০২২ এর ভেতর কমিটি এই সংশোধনগুলোর ওপর মন্তব্য ও পরামর্শ আহ্বান করছে। তারপর, সম্প্রদায়ের ইনপুটের ওপর ভিত্তি করে পরবর্তী সংশোধনের পথে এগোতে পারবে বলে সংশোধন কমিটি ধারণা করছে।

মেটাতে সংশোধিত নির্দেশিকা এবং কিছু ভাষায় তুলনামূলক পাতা পড়ুন।

প্রত্যেকেই তাঁদের মন্তব্য বেশ কিছু জায়গাতে প্রকাশ করতে পারেন। পর্যালোচনা নির্দেশিকার আলাপ পাতায় অথবা মেইলে ফ্যাসিলিটেটররা যেকোনো ধরণের মন্তব্যকে স্বাগত জানাচ্ছেন। অনুবাদকৃত পাতার আলাপ পাতায়, স্থানীয় আলোচনায়, গোলটেবিল আলোচনায় কিংবা কনভার্‌সেশন আওয়ারেও মন্তব্য প্রকাশ করা যাবে। খসড়া ইউসিওসি প্রয়োগ নির্দেশিকা সম্পর্কে আলোচনার জন্য কিছু লাইভ আলোচনার পরিকল্পনা করা হয়েছে। অনুগ্রহ করে সময় এবং বিস্তারিত তথ্যের জন্য মেটা দেখুন।

কনভার্‌সেশন আওয়ার

পর্যালোচনাকালীন সহায়তাদানকারী ফ্যাসিলিটেটর দল প্রচুর সংখ্যক সম্প্রদায়ের কাছে পৌঁছুবার আশা করছেন। যদি আপনার সম্প্রদায়ে কোনো আলোচনা দেখতে না পান, অনুগ্রহ করে আলোচনার আয়োজন করুন। আলোচনার আয়োজনে ফ্যাসিলিটেটররা সহায়তা করতে পারবেন। প্রতি দুই সপ্তাহ পরপর আলোচনার সারাংশ ড্রাফটিং কমিটির কাছে উপস্থাপন করা হবে। সারাংশ এখানে প্রকাশ করা হবে।

শুভেচ্ছান্তে,

~ ইউসিওসি প্রকল্প দলের পক্ষ থেকে,



Chitraparna Sinha (she/her) (Meta)

Facilitator, South Asia, Movement Strategy and Governance (MSG)