পশ্চিমবঙ্গ তথা ভারতীয় বাংলা উইকি সম্প্রদায়ের পক্ষ থেকে , বাংলাদেশের বাংলা উইকি সম্প্রদায়ের কাছে আমার ( আমি এক্ষেত্রে উইকিমিডিয়া ভারতের কার্যকরি সদস্য ও সম্প্রদায়ের হয়েই কথা বলছি) কিছু প্রস্তাবনা এখানে দাখিল করছি। বাংলা উইকিপিডিয়ার ১০ বছর পূর্তির ব্যাপারে আমি ব্যক্তিগত ভাবে বিশেষ আগ্রহি। প্রচারনার স্বার্থে কলকাতায় এই বাংলার উইকি সম্পরদায় একটি অনুষ্ঠান উৎযাপন করতেই পারে। কিন্তু আমরা যদি উভয়ে একই সাথে এই অনুষ্ঠান উৎযাপন করি তার গ্রুরুত্ব আরও বেশি হবে বলে আশা করি। যাই করা হোক না আমাদের হাতে সময় অনেক কম। তাই আমাদের সকল বিষয়েই অতি শীঘ্রই সিদ্দান্ত নেওয়া দরকার। এই বাংলায় সত্যকাএর বাংলা উইকিপিডিয়ার কাজ করা মানুষের সংখ্যা হাতে গোনা। ৫ কি ৬ জন হবে। একটু বেশি করে ধরলে ১০ জন।আমার গত চার বছরের অভিজ্ঞতা থেকে দেখেছি, অনেক লোক অনুষ্ঠান উৎযাপননে আসে কিন্তু একটি অক্ষর ও উইকির জন্য দান করেন না। আমার মনে এই অনুষ্ঠান উৎযাপন মূলত উইকির মূল অবদানকারিদের মিলন ও আনন্দ অনুষ্ঠান উৎযাপনের জন্য ব্যয় করা দরকার , সাথে প্রচারনা উপরি পাওনা , এসেই যাবে। তাই কলকাতায় না করে বাংলাদেশের ঢাকায় উভয় সম্পদায় মিলিত হলে অতি উত্তম হবে বলে আশা রাখি। প্রস্তাবনাগুলি নিন্মরুপ।
১) ভারত ও বাংলাদেশ উভয়ে একসাথে এই অনুষ্ঠান উৎযাপন করুক। এখানে ভারত বলতে পশ্চিমঙ্গের সক্রিয় উইকিপিডিয়াদের ধরা হয়েছে।
২) অনুষ্ঠান দুইদিনের বেশি না করা।
৩) ফরম্যাট রাখা হোক, উইকিম্যানিয়া বা ভারতের উইকি-কনফারেন্সের সমতুল্য। ( চট্টগ্রামের অসন্মেলন ফরম্যাট ওনেওয়া যেতে পারে।)
৪) সকল দিকের একটি কমিটি গঠন করা হোক।
৫) অন-লাইনে যে কমিটিগুলি করা হবে, তাতে সক্রিয় ও অভিজ্ঞ ব্যক্তিদের প্রধান্য দেওয়া হোক।
৬) মাঠ পর্যায়ের কমিটতে স্থানিয় ও অভিজ্ঞ ব্যক্তিদের প্রধান্য দেওয়া হোক।
৭) ফান্ডের জন্য ফাউন্ডেশন বা ভারতের সি আই এস সাহায্য করেব বলে আশা রাখি।
৮) আমার ব্যক্তিগত ভাবে ভারতের উইকি-কনফারেন্সের বিভিন্ন অভিজ্ঞগতা আছে, যা আমি কাজে লাগাতে পারি।
৯) অবশ্যই আজিকের দিন থেকে ২ মাসের মধ্যে আমদের মুল কনফারেন্সের আয়োহন করা হোক।
আর ও আলোচনার মাধ্যমে অনেক কিছু উঠে আসতে পারে। এমন ও হতে পারে, বাংলাদেশের সম্প্রদায় আমার প্রস্তাবনাগুলি গ্রহনযোগ্য মনে করলেন না বা হতে পারে বাস্তবে করা সম্ভব নয়, সেক্ষেত্রে সেটা স্পষ্ট ভাবে ব্যক্ত করে দিলে কলকাতার উইকি সম্প্রদায়ের পক্ষে কিহু সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। তাই এই ব্যাপারে যাই সিদ্ধান্ত যাই হোক, সম্প্রদায়ের কেউ একজন এই লিস্টে ঘোষনা দিলে সবার সুবিধা হবে বলে আশা রাখি।
বিঃদ্রঃ --শেষ মিটিংয়ে পশ্চিমবঙ্গের যে সকল উইকিপিডিয়ান উপস্থিত ছিলেন না তারা তাদের এই ব্যাপারে মতামত পক্ষে বা বিপক্ষে জানাতে পারেন।
বিনীত,
জয়ন্ত নাথ
কলিকাতা বাংলা উইকি সম্পদায়
উইকিমিডিয়া ভারত
কার্যকরি সদস্য